ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা ॥ বাবা ছেলে বৃদ্ধসহ নিহত ৯

প্রকাশিত: ০৪:১৫, ২ মার্চ ২০১৫

সড়ক দুর্ঘটনা ॥ বাবা ছেলে বৃদ্ধসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার রাত ও রবিবার সড়ক দুর্ঘটনায় সাত জেলায় বাবা-ছেলেসহ নিহত হয়েছে ৯ জন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। বগুড়া ॥ বগুড়ার শিবগঞ্জ উপজেলার চ-িহারা এলাকায় রবিবার সকালে বালু বোঝাই ট্রাকের চাপায় পিতা-পুত্র নিহত হয়েছে। নিহতরা হলো আবু তাহের( ৩০) ও রিয়াদ (৬)। এ ঘটনায় অপর এক শিশু আহত হয়। মাগুরা ॥ রবিবার দুপুরে মাগুরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। জানা গেছে , মাগুরা ঝিনাইদহ সড়কের পুলিশ লাইনের সামনে রাস্তা পার হওয়ার সময় আব্দুল জলিল (৬৭) নামে এক ব্যক্তিকে ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। নিহত আব্দুল জলিলের বাড়ি মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রাম। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। এদিকে একই দিনে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের জেলার শালিখা উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে মাগুরাগামী প্রাইভেট কারের ধাক্কায় করিম আলী (৮১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মন্টু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গাইবান্ধা-সাদুল্যাপুর পাকা সড়কের গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার পূর্ব এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নাটোর ॥ নাটোরে যাত্রীবাহী বাস চাপায় মনসুর রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর ॥ মাদারীপুরের শিবচরে বাস চাপায় আশিকুর রহমান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শিবচর-পাঁচ্চর সড়কের উপশহর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী ॥ সদর উপজেলার দাদপুর ইউনিয়নে মাটিবাহী পাওয়ারটিলারের নিচে পড়ে ছোটন (১৬) নামের হেলফার নিহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের দত্তেরহাট-ওদারহাট সড়কের খলিফারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। সিলেট ॥ সিলেটের বালাগঞ্জে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত মারুফ মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। রবিবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পালপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় তার মৃত্যু হয়।
×