ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৭, ১ মার্চ ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলা ২য় পত্র পূর্ব প্রকাশের পর ২৭.‘চন্দ্রমুখ’ শব্দটির বাসবাক্য কোনটি? ক) চন্দ্রের ন্যায় মুখ খ) চন্দ্ররূপ মুখ গ) মুখ চন্দ্রের ন্যায় ঘ) মুখ ও চন্দ্র ২৮. ‘পরাকাষ্ঠা’ শব্দটির ‘পরা’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ক) সম্যক খ) সামান্য গ) আগ্রহ ঘ) আতিশয্য ২৯. রাশি রাশি ধন এখানে ‘রাশি’ কী অর্থ প্রকাশ করেছে? ক) আধিক্য খ) সামান্য গ) আগ্রহ ঘ) পৌনঃপুনিকতা ৩০. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? ক) দুই শ্রেণীতে খ) চার শ্রেণীতে গ) তিন শ্রেণীতে ঘ) পাঁচ শ্রেণীতে ৩১. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’Ñএক কথায় কী হবে? ক) অপরিণামদর্শী খ) অবিমৃষ্যকারী গ) অবিসংবাদী ঘ) বিতর্কিত ৩২.‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল’ এখানে ‘পড়ছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ? ক) ঘটমান অতীত কাল খ) পুরাঘটিত অতীত কাল গ) নিত্যবৃত্ত অতীত কালঘ) সাধারণ অতীত কাল ৩৩. বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ক) আঠারটি খ) বিশটি গ) একুশটি ঘ) উনিশটি ৩৪. কেবলমাত্র ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহু বচনবোধক শব্দ কোনগুলো? ক) রাজি , রাশি খ) কুল, সমূহ গ) গুচ্ছ, পুঞ্জ ঘ) পাল, যূথ ৩৫. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? ক) সন্দেশ খ) কর্তব্য গ) বাবুয়ানা ঘ) পঙ্কজ ৩৬.‘ডিঙি’ শব্দে আ প্রত্যয়যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়? ক) বৃহদার্থে খ) ক্ষুদ্রার্থে গ) অবজ্ঞার্থে ঘ) ভিন্নার্থে ৩৭. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? ক) নির্দেশক ভাব খ) অনুজ্ঞা ভাব গ) সাপেক্ষ ভাব ঘ) আকাক্সক্ষা প্রকাশক ভাব
×