ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লীগ কাপ ফুটবল ফাইনালে চেলসি-টটেনহ্যাম মহারণ আজ

প্রকাশিত: ০৬:৪৫, ১ মার্চ ২০১৫

 লীগ কাপ ফুটবল ফাইনালে চেলসি-টটেনহ্যাম মহারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট লীগ কাপ। লীগ কাপের ফাইনালে আজ চেলসির মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। এই টুর্নামেন্টে সমান চারবারই চ্যাম্পিয়ন হয়েছে দুই দল। ২০০৮ সালে সর্বশেষ এফএ কাপের শিরোপা জিতেছিল টটেনহ্যাম। ফাইনালে চেলসিকে হারিয়েই সেবার স্বপ্নের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল তারা। এরপর আর কোন বড় শিরোপা জিততে পারেনি স্পার্শরা। অন্যদিকে লীগ কাপে চেলসি শিরোপা জিতেছিল টটেনহ্যামেরও এক বছর আগে। সেবার শক্তিশালী আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতেছিল তারা। দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় পর আজ আবারও ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। এবার তাহলে কারা ভাসবে শিরোপা জয়ের উচ্ছ্বাসে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। তবে সুদূর অতীত নয়; টটেনহ্যাম হটস্পার দৃষ্টি রাখছে এ বছরেরই প্রথম দিনটিতে। যে দিনেই চেলসিকে গুড়িয়ে দিয়ে ৫-৩ গোলের জয় ছিনিয়ে এনেছিল টটেনহ্যাম হটস্পার। এ বিষয়ে স্পার্শদের কোচ মাওরিসিও পোচেত্তিনো বলেন, ‘আমরা জানুয়ারির প্রথম দিনেই চেলসির বিপক্ষে জয় পেয়েছিলাম। আর আত্মবিশ্বাসের জন্য সেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়ত সেই ম্যাচটা দেখে থাকবেন। যেখানে আমাদের পারফর্মেন্স ছিল পরিপূর্ণ। আমরা খুবই ভাল খেলেছিলাম। আর শিরোপা জিততে হলে ফাইনালেও ঠিক তেমন পারফর্মেন্স উপহার দিতে হবে।’ সাত বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর পরের বছরও ফাইনালে উঠেছিল তারা। কিন্তু সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজয় মেনে নেয় টটেনহ্যাম হটস্পার। যে কারণে আজকের ম্যাচে চেলসিকে হারিয়ে শিরোপা জেতাটাই তাদের বড় সুযোগ বলে মন্তব্য করেছেন স্পার্শদের কোচ, ‘এটা ঠিক যে দীর্ঘদিন ধরেই শিরোপা-খরায় ভুগছি আমরা। তাই আমি মনে করি ক্লাবকে শিরোপা উপহার দেয়ার এটাই বড় সুযোগ।’ তবে টটেনহ্যামের সম্প্রতি পারফর্মেন্স একেবারেই নিষ্প্রভ। বৃহস্পতিবার ফিওরেন্তিনার কাছে হেরে উয়েফা ইউরোপা লীগ থেকেও বিদায় নেয় তার টটেনহ্যাম। কিন্তু বড় মঞ্চে সব দলই চায় জ্বলে উঠতে। স্পার্শদের কোচের ভাবনায়ও ঠিক তেমন। তাহলে জোশে মরিনহোর ভাবনায় কী? এই প্রশ্নটা আসাই স্বাভাবিক। সাবেক রিয়াল মাদ্রিদের কোচের ভাবনায় শুধু সাফল্য। আর লীগ কাপের ফাইনালকে ঘিরেই। সে কারণেই টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না স্পেশাল ওয়ান, ‘২০১৩ সালের জুলাইয়ে এখানে আসার পর কখনই আমার ভবিষ্যত নিয়ে ভাবিনি আমি। আমি ভাবিনি পারফর্মেন্সের ধারাবাহিকতা নিয়েও। আমি শুধু এই ম্যাচ নিয়েই ভাবছি। রবিবার আমাদের ফাইনাল। আর সেটাতে আমাদের জিততেই হবে।’ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৩ সালের জুলাইয়ে দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মরিনহো। গত মৌসুমে আশা জাগালেও এখন পর্যন্ত কোন শিরোপা জিততে পারেননি তিনি। তবে লীগ কাপ জিতে ভক্ত-অনুরাগীদের আশা পূরণে মরিয়া মরিনহো। এই টুর্নামেন্টে ২০০৭ সালে শিরোপা জিতেছিল চেলসি। সেবার ক্লাবটির দায়িত্বে ছিলেন মরিনহো। দ্বিতীয় মেয়াদে চেলসির হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেতে চান পর্তুগীজ এই কোচ।
×