ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষমতার দ্বন্দ্বে চলছে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০৯, ১ মার্চ ২০১৫

ক্ষমতার দ্বন্দ্বে চলছে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, ক্ষমতার মোহে দেশে আজ সাধারণ নারী-পুরুষ এবং শিশুরা হত্যাকা-ের শিকার। আন্দোলনের নামে নির্বিচারে চালানো হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। ক্ষমতার লোভে সাধারণ জনগণকে দুর্ভোগে ফেলা হচ্ছে। ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। তিনি বলেন, জাতীয় পার্টি কোন প্রতিহিংসার রাজনীতি বা হত্যাকা-ের মাধ্যমে ক্ষমতায় আরোহণে বিশ্বাসী নয়। এদেশের মানুষ প্রধান দুই রাজনৈতিক দলের ওপর ক্ষুব্ধ। সময় এসেছে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার। এদেশের মানুষ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। তাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। শনিবার সাবেক এই রাষ্ট্রপতি জাতীয় পার্টির কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। মুরাদপুরস্থ দলীয় কার্যালয়ে দুপুরে অনির্ধারিত এক সমাবেশে জাপা নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ক্ষমতার দ্বন্দ্বে এদেশের মানুষের জীবন জীবিকা বন্ধ হওয়ার উপক্রম। ক্ষমতার লোভে মানবতাবিরোধী কার্যক্রম চলছে। চলছে সন্ত্রাসী তৎপরতা। তিনি উল্লেখ করেন, এরশাদ এবং জাতীয় পার্টি কোন খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়। নব্বইয়ের আন্দোলনের সময় নুর হোসেনকে তিনি হত্যা করেননি। ডাঃ মিলনকেও হত্যা করেননি। আজ ক্ষমতার দ্বন্দ্বে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। সমাবেশে এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, মহানগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদ এমপি।
×