ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে খোলাবাজারে পেট্রোল বিক্রি করায় জরিমানা

প্রকাশিত: ০৪:২৯, ১ মার্চ ২০১৫

রাজশাহীতে খোলাবাজারে পেট্রোল বিক্রি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে খোলাবাজারে পেট্রোল বিক্রি ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার নন্দনগাছী বাজারে এ অভিযান পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন। পুলিশ জানায়, শনিবার সকাল থেকে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহায়তায় নন্দনগাছী বাজারে খোলা পেট্রোল বিক্রির বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় পেট্রোল বিক্রেতা হাসিবুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একই এলাকার হাবিবপুর মোড়ে তাৎক্ষণিক ত্রুটিপূর্ণ যানবাহন ও মোটরসাইকেলে সঙ্গী উঠানোর অপরাধে পৃথক ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও রাসেল সাবরিন বলেন, প্রশাসনের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে মাদকসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধেই চারঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবেই অভিযান পরিচালনা করা হবে। এ জন্য এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ইউনিলিভারের দুই দিনব্যাপী কমিউনিটি হেলথ ক্যাম্প চট্টগ্রামে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দু’দিনব্যাপী ‘ইউনিলিভার কমিউনিটি হেলথ ক্যাম্প’ শুরু হয়েছে। নগরীর চান্দগাও থানাধীন চর রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ইউনিলিভারের সঙ্গে চট্টগ্রাম ডায়াবেটিক এ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, সেভ দি চিলড্রেন ও লায়নস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প পরিচালিত হচ্ছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেন ডিরেক্টর আমিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার জনগণের দ্বারপ্রান্তে রয়েছে। ইউনিলিভারের সাপ্লাই চেন ডিরেক্টর আমিনুর রহমান বলেন, দীর্ঘ দশ বছর ধরে এ এলাকায় ইউনিলিভার স্বাস্থ্য সেবা নিয়ে ক্যাম্পেন পরিচালনা করে আসছে। দুদিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় ৩ হাজার রোগী রেজিস্ট্রেশন করেছেন। গত দশ বছরে ২০ হাজারেরও অধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে এর মধ্যে চোখে ছানি পড়া ৮৭৬ রোগীকে সেবা দেয়া হয়েছে।
×