ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা এএসআইসহ নিহত নয়

প্রকাশিত: ০৪:২৬, ১ মার্চ ২০১৫

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা এএসআইসহ নিহত নয়

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও অটোরিক্সায় সংগর্ষে চালকসহ তিনজন, হবিগঞ্জে বাস-অটো সংঘর্ষে নারীসহ দুই, পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা, যশোরে ট্রাকচাপায় পুলিশের এএসআই, নাটোরে বাসচাপায় যুবক ও বরিশালে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো- ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বড় হুজুরের কবর সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকসহ ৩ জন নিহত হয়েছে। নিহত সিএনজি চালকের নাম রিপন মিয়া (১৮), অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ৩ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সুলতানপুর থেকে আগত একটি অটোরিক্সা ভাদুঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আগত একটি খালি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ৬ যাত্রী আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে। হবিগঞ্জ ॥ শনিবার দুপুরে জেলার ঢাকা-সিলেট ভায়া সড়কপথের পাইকপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় বের করতে পারেনি পুলিশ। এ ঘটনায় উভয় যানের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। পটুয়াখালী ॥ জেলার মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল কবির খোকন (৩৫) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া সংলগ্ন ছালেহিয়া খানকার কাছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ সময় মিন্টু ও সুমন নামের অপর দুই যুবলীগ নেতা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টায়। যশোর ॥ অভয়নগরে আকিজ জুট মিলের ট্রাকের চাপায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক (৪০) নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের যশোরের নওয়াপাড়া বাজারের তালতলাস্থ আকিজ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাটোর ॥ নাটোরে যাত্রীবাহী বাসচাপায় ফারুক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর উত্তর পালরদী নামক এলাকায় শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মোস্তাফিজুর রহমান দুলাল (৪৭) নামের মোটরসাইকেল চালক ওই দিন রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
×