ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেলবোর্নে মাশরাফি লাঞ্ছিত

প্রকাশিত: ০৮:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

মেলবোর্নে মাশরাফি লাঞ্ছিত

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লাঞ্ছিত হয়েছেন। শুক্রবার মেলবোর্নের এক মসজিদে জুমার নামাজের পর লাঞ্ছনার শিকার হন তিনি। নামাজ শেষে এক প্রবাসী বাংলাদেশী মাশরাফির ওপর ক্ষিপ্ত হন। তিনি এ সময় বাংলাদেশ অধিনায়ককে অশোভন ভাষায় গালমন্দ করেন। এ ঘটনার এক পর্যায়ে এ ঘটনা হাতাতাতি পর্যন্ত গড়ায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান। তিনি বলেন, আসলে বিষয়টি কথাকাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ ঘটনায় মাশরাফি নির্দোষ। খবর ওয়েবসাইটের। এ বিষয়ে মাশরাফি বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে ফেরার সময় এক মাঝ বয়সী লোক তাকে ডাক দেন। মাশরাফি তাকে সালাম দেন। কিন্তু সালামের পর ওই ব্যক্তি অশোভনভাবে তাকে জিজ্ঞাসা করেন যে ম্যাচের আগের দিন বাংলাদেশ টিমের প্রাকটিস ছিল কি-না। মাশরাফি তাদের অপশনাল প্রাকটিস ছিল বলে জানানোর পর ওই লোকটি তার সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলতে শুরু করেন। এতে তিনি রীতিমতো হতভম্ব হয়ে যান। মাশরাফি কথা না বাড়িয়ে শুধু তাকে ভদ্র ভাষায় কথা বলার অনুরোধ জানান।
×