ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সবজির দাম কমেছে বেড়েছে দেশী পেঁয়াজের

প্রকাশিত: ০৮:২২, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

সবজির দাম কমেছে  বেড়েছে দেশী  পেঁয়াজের

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ বাড়ায় কেজিতে সবজির দাম কমেছে ৮-১০ টাকা। তবে বেড়ে গেছে দেশী পেঁয়াজের দাম। কেজিতে ৬-৮ টাকা বৃদ্ধি পেয়ে এখন বাজারে বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। এছাড়া চাল, ডাল, চিনি, ডিম, আটা ও মাছ-মাংসসহ অন্যান্য মুদিপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। দাম বৃদ্ধির তালিকায় আছে সয়াবিন তেল। শুক্রবার রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল বাজার, ফকিরাপুল, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ও কাওরান বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহে দেশী পেঁয়াজ ৩৫-৩৬ টাকায় বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৮-৩০ টাকা দরে। এ ছাড়া সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৬ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১০২ টাকায়। তবে পাম তেল বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। তবে সরবরাহ বাড়ায় বাজারে শীতকালীন সবজির দাম আরও কমেছে। ফকিরাপুল বাজারে শীতকালীন সবজির মধ্যে টমেটো প্রতিকেজি মানভেদে ২০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ প্রতিকেজি ৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, শিম ৩০ টাকা, বাঁধাকপি প্রতিপিস ১৫-২০, পেঁপে প্রতিকেজি ২০, মিষ্টি কুমড়া প্রতিপিস ৫০-৬০ টাকা, মোটরশুটি প্রতিকেজি ৪০-৫০, আলু ১২-১৫ টাকা ও ডিমের হালি বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকায়। এছাড়া চাল চিকন (মিনিকেট) বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০-৫২ টাকা, মোটা চাল প্রতিকেজি ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ময়দা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ টাকা ও আটা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৮ টাকা দরে। দেশী পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতা মোঃ গিয়াসউদ্দিন জনকণ্ঠকে বলেন, হরতাল-অবরোধের মধ্যেও এতদিন পেঁয়াজের দাম কমছিল। তবে দেশী পেঁয়াজ কৃষক পর্যায় থেকে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে যাচ্ছে। তিনি বলেন, অবরোধের অজুহাতে ট্রাক ভাড়া বেশি নেয়া হচ্ছে। এ কারণেও পেঁয়াজের দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে। এছাড়া শীত শেষ, পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাচ্ছে। তাই সামঞ্জস্য রাখতে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া এই সময়ে পেঁয়াজের মুজদ বাড়িয়ে থাকে বেপারীরা। এ কারণেও দাম বেড়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
×