ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বস্টন বোমা হামলার বিচার শুরু হচ্ছে মার্চে

প্রকাশিত: ০৬:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বস্টন বোমা হামলার বিচার শুরু হচ্ছে মার্চে

উদ্বোধনী বিবৃতির মধ্য দিয়ে ৪ মার্চ বস্টন ম্যারাথনে বোমা হামলাকারী ঝোখার সারনায়েভের বিচার শুরু হতে যাচ্ছে। তুষারঝড়ের কারণে দুই মাস বিলম্বের পর বিচারটি শুরু হচ্ছে। খবর এএফপি বিচারক জর্জ ও’টুলি ২৬ জানুয়ারি বিচারকার্যটি শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় নগরীতে বৈরী শীতকালীন আবহাওয়ার কারণে এবং বিচার প্রক্রিয়ায় যতটা ধারণা করা হয়েছিল তারচেয়েও বেশি সময় লাগায় এটি পিছিয়ে দিতে হয়। ২০১৩ সালের ১৫ এপ্রিলে ওই বোমা হামলায় ৩ জন নিহত ও ২৬৪ জন আহত হয়। দোষী সাব্যস্ত হলে সারনায়েভের মৃত্যুদ- হতে পারে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এটাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
×