ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে মুগ্ধ গাভাস্কার

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

আফগানিস্তানে মুগ্ধ গাভাস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে প্রথমবার খেলছে আফগানিস্তান। প্রথম জয়ও পেয়েছে। এ আফগানিস্তানের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন সাবেক ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। শুধু তাই নয়, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল হতে মোহাম্মদ নবিদের উঠে আসা দেখে ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণ সময়ের প্রতিভাবান ক্রিকেটারদের কথাও মনে আসছে ভারতের প্রথম লিটল জিনিয়াসের। বৃহস্পতিবার ডুনেডিনে স্কটল্যান্ডের বিপক্ষে খেলায় স্নায়ুক্ষয়ী কিছু মুহূর্তের পর ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় আফগানিস্তান। তা দেখে গাভাস্কার বলেন, ‘ন্যাচারাল ক্রিকেটার হিসেবে আবির্ভাব হচ্ছে তাদের। অনেকটা স্বর্ণালি সময়ের ওয়েস্ট ইন্ডিজ ও কিছু পাকিস্তানী ক্রিকেটারের মতো। আসলে বল বোঝার স্বভাবজাত ক্ষমতা রয়েছে তাদের।’ এরপর আফগানদের উদ্দেশে পরামর্শও দেন গাভাস্কার, ‘তারা যেহেতু স্বভাবজাতভাবেই পরিপক্ব। তাই টেকনিক্যাল বিষয়গুলোতে জড়িয়ে পড়া উচিত হবে না তাদের।’ স্কটিশদের বিপক্ষে ১ উইকেটে আফগানিস্তানের জয় নিয়ে গাভাস্কার বলেন, ‘এটা তাদের জন্য বিশাল এক জয়। আমি নিশ্চিত আফগানিস্তানের অনেক শিশু ম্যাচটিকে মনে রাখবে। তারা স্মরণ করবে কিভাবে ফিরে এসেছিল তারা। এমনকি শেষ দুই ম্যাচে তারা হারলেও লড়াই করার দারুণ একটা চরিত্র দেখাতে পেরেছে আফগানরা।’
×