ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসংস্থানের ওপর জোর দেয়ার তাগিদ

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসংস্থানের ওপর জোর দেয়ার তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী ৫ বছরে কর্মসংস্থান বৃদ্ধির ওপর জোর দেয়ার তাগিদ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম সভায় এ তাগিদ দেয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বৈঠকে তিনটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো হচ্ছেÑপূর্ববর্তী দশম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, পরিকল্পনা কমিশনের সাংগঠনিক কাঠামো ও কর্মপরিধি বিষয়ে সার্বিক অবহিতকরণ এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থার প্রতিফলন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন। বৈঠকে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে এর গঠন, কাঠামো ও কার্যপরিধি বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সিনিয়র সদস্য ড. শামসুল আলম। এসময় তিনি কমিটিকে অবহিত করে বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী ৫ বছরে নতুন ১ কোটি ৩২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। সে অনুযায়ীই প্রবৃদ্ধির লক্ষ্যও ধরা হচ্ছে। দেশী ও বিদেশী মিলে এ পরিমান কর্মসংস্থান হবে। বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ জানান, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছি। আশা করছি পরিল্পনাটি সুন্দর হবে। সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম বলেন, কর্মসংস্থান বৃদ্ধি ও দারিদ্র্য নিরসনে কি কি পদক্ষেপ নেয়া যায় সেসব কমিটি আমাদের তাগিদ দিয়েছে।
×