ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিচালক ইমুর নতুন নাটক

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

পরিচালক ইমুর নতুন নাটক

স্টাফ রিপোর্টার ॥ এই প্রথম জার্মানের পটভূমিতে শূটিং করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা ইমরান হোসেন ইমু। দীর্ঘদিন ধরে একক নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন ও ধারাবাহিক নাটক পরিচালনা নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেন। তারই ধারাবাহিকতায় এই প্রথম দেশের বাইরে একটি নাটকের শূটিংয়ের জন্য তিনি জার্মান যাচ্ছেন। ধারাবাহিক এই নাটকটি ফুটবল খেলাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ইমু। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা অনেক বছর ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছেন কিন্তু ফুটবলে এখনও বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করতে পারেনি। বর্তমান ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মান। সে জন্য জার্মানের পটভূমিতে ধারাবাহিক এই নাটকটি নির্মাণ করতে যাচ্ছি। এ পর্যন্ত ইমরান হোসেন ইমুর পরিচালনায় অসংখ্য নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এটিএন বাংলায় ‘ওগো বিদেশিনী’, ‘ওগো বিদেশিনী-২’, ‘এ এক অন্য ভালবাসা’, চ্যানেল আইতে ‘ফুটানিবাবু’ ও ‘একজন নীরার গল্প’, বিটিভিতে ‘বালিকা বউ’, ‘হলুদ গোলাপ ও দুজন’ এবং ‘মায়ের জন্য ভালবাসা’, আরটিভিতে ‘যত দূরে যাবে বন্ধ’ু ও ‘মিয়া বিবি’। এছাড়া জনপ্রিয় ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে আরটিভিতে ‘ভীমরতি’ এবং ‘আলো আঁধারের গল্প’।
×