ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ এআইইউবির ১৫তম সমাবর্তন

প্রকাশিত: ০৫:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

আজ এআইইউবির  ১৫তম সমাবর্তন

আজ সকাল ১০টায় বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠ প্রাঙ্গণে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ১৫তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সভাপতিত্ব করবেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রী/সনদ বিতরণ করবেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। আরও বক্তব্য রাখবেন এআইইউবির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ও ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা। ১৫তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের দুই হাজার সাত শ’ ৫৫ জন ছাত্রছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হবে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শিতা ও শিক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের স্বর্ণপদক, একাডেমিক এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, শিক্ষক, ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিবৃন্দ, দেশী-বিদেশী অতিথি এবং ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।- বিজ্ঞপ্তি
×