ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাত

কক্সবাজারে ১০ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা এনজিও

প্রকাশিত: ০৪:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারে ১০ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা এনজিও

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে শতাধিক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে উধাও হয়ে গেছে সেভ দ্যা সোসাইটি নামে একটি এনজিও। গত এক মাস ধরে ওই অফিসে তালা ঝুলছে। গা-ঢাকা দিয়েছে প্রতারক চক্র। কক্সবাজার শহরের আলীর জাহালের এলাকায় সেভ দ্যা সোসাইটি লাপাত্তা হয়ে যাওয়ায় হতাশায় দিন কাটছে ওইসব চাকরি প্রার্থী নারী-পূরুষদের। এনজিওতে নানা পদে চাকরি দেয়ার প্রলোভনে প্রতিজনের কাছ থেকে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, শিক্ষা, চিকিৎসাসহ নানা সেবামূলক কাজের কথা বলে ৬ মাস পূর্বে আলীর জাহাল এলাকায় অফিস খুলে ওই এনজিও। এর পর নানা পদে লোক নিয়োগকল্পে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এতে ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, উপজেলা ম্যানেজার, ইউনিয়ন ফ্যাসিলেটর, অফিসহকারীসহ বিভিন্ন পদে ৫শ’ জনের আবেদনপত্র জমা পড়ে। এদের মধ্যে থেকে ১শ’ জনকে বাছাই করে প্রতিজনের কাছ থেকে ১০ থেকে ৩০ হাজার টাকা আদায় করা হয়। টেকনাফ রাজার ছড়ার আবদুর রহমানকে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরি দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে ২০ হাজার টাকা। টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়া আবদুল খালেকের কাছ থেকে ১০ হাজার, শীলখালীর হাফেজুর রহমান ১০ হাজার, উখিয়ার বরুণ কান্তি দে ২০ হাজার, কচ্ছপিয়ার সেলিনা আক্তার ১০ হাজার, হাসিনার আক্তার ১০ হাজার, মনজুরুল আলম ১৫ হাজার, মৌলভী আনোয়ার ২০ হাজার, ইয়াসমিন ১৫ হাজার ও নুর আহমদের কাছ থেকে ১০ হাজার টাকা হারে আদায় করে নিয়েছে প্রতারক চক্র। প্রতারণার শিকার ওইসব ব্যক্তিরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
×