ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলাচিপায় ভেজাল ইউরিয়ার ছড়াছড়ি ॥ চলছে কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা

প্রকাশিত: ০৪:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

গলাচিপায় ভেজাল ইউরিয়ার ছড়াছড়ি ॥ চলছে কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় ইউরিয়া সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে। কয়েক ডিলারের প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী এ অপচেষ্টার সঙ্গে জড়িয়ে পড়েছে। এরা একদিকে সার সঙ্কটের অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করছে। অন্যদিকে কৃষকদের ভেজাল সারও গছিয়ে দিচ্ছে। পুলিশ এরই মধ্যে ভেজালের অভিযোগে চরবিশ্বাস ক্লোজার বাজার থেকে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৪০ বস্তা সার আটক করেছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গলাচিপার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক ডিলার ও সাব ডিলার রয়েছে। তাদের পর্যাপ্ত পরিমাণে নিয়মিত সার বরাদ্দ দেয়া হচ্ছে। সার সঙ্কটের কোন কারণ নেই। কয়েকটি এলাকার কৃষক অভিযোগ করেছে, এ মুহূর্তে গলাচিপায় তরমুজ চাষের ‘পিক সিজন’ চলছে। যে কারণে হঠাৎ করে সারের চাহিদা বেড়ে গেছে। এ সুযোগে কিছু অসৎ ব্যবসায়ী ডিলার-সাব ডিলারদের সহযোগিতায় অবৈধ সারের ব্যবসা খুলে বসেছে। তারাই সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টির অপচেষ্টা করছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছ থেকে বেশি দাম আদায় করছে।
×