ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:১০, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৭. শেরে বাংলা কত সালে আইন ব্যবসায় শুরু করেন? ক) ১৮৯৯ সালে খ) ১৯০০ সালে গ) ১৯০১ সালে ঘ) ১৯০২ সালে ১৮. বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? ক) সংসদীয় সরকার খ) রাষ্ট্রপতি শাসিত সরকার গ) সামরিক সরকার ঘ) একনায়কতান্ত্রিক সরকার ১৯. একমেলেদ্দিন ইহসানোগলুর দেশ কোনটি? ক) মালয়েশিয়া খ) ফিলিস্তিন গ) মিসর ঘ) তুরস্ক ২০. তিতুমীরের বাহিনীর নিকট কাদের অত্যাচারের বিরুদ্ধে গণআন্দোলন? ক) তিতুমীর খ) সোহরাওয়ার্দী গ) আমির আলী ঘ) ফজলুল হক ২১. ১৯১৩ সালে শেরে বাংলা কোন আইন পরিষদের সদস্য নির্বাচিত হন? ক) পাকিস্তানি খ) ভারতীয় গ) ব্রিটিশ ঘ) আমেরিকান ২২. কার ইচ্ছা অনুযায়ী এটর্নি জেনারেল সময়সীমা পর্যন্ত স্বীয়পদে বহাল থাকবেন? ক) প্রধানমন্ত্রীর খ) রাষ্ট্রপতির গ) স্পিকার ঘ) প্রধান বিচারপতি ২৩. কে ১৯৪৭ সালের ১৭ এপ্রিল ′স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র′ গঠনেরর প্রস্তাব উত্থাপন করেন? ক) শেরে বাংলা এ.কে. ফজলুল হক খ) মাওলানা ভাসানী গ) শেখ মুুজিবুর রহমান ঘ) হোসেন শহীদ সোহরাদওয়ার্দী ২৪. ইভটিজিং শব্দ কত সালে প্রথম মিডিয়াতে প্রকাশিত হয়? ক) ১৯৪০ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৬০ সালে ২৫. এটর্নি জেনারেলের পদের গুরুত্ব হলো- ক) আইন উপদ্রেষ্টা খ) সরকারের আইন পরামর্শক গ) সরকারের ভাবমূর্তির রক্ষকঘ) ন্যায়বিচারের নিয়ামক ২৬. প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দান করেন? ক) প্রধানমন্ত্রী খ) আইনমন্ত্রী গ) স্পিকার ঘ) রাষ্ট্রপতি ২৭. রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ক) জাতীয় সংসদ সদস্যগনের ভোটে খ) মন্ত্রিসভার সদস্যগণের ভোটে গ) প্রধানমন্ত্রীর কর্তৃক ঘ) স্পিকার কর্তৃক ২৮. বাঙালিরা কোন মামলাকে আইয়ুব খানের হীন ষড়যন্ত্রে বলে আখ্যা দেয়? ক) কুর্মিটোলা মামলা খ) আগরতলা মামলা গ) শেখ মুজিবুর রহমান ঘ) ভাষা নিয়ে হামলা ২৯. সংবিধানের কত নং অনুচ্ছেদে অনুযায়ী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিযোগ দেওযা হয়? ক) ১২৭ নং অনুচ্ছেদে খ) ১৩১ নং অনুচ্ছেদে গ) ১৩৭ নং অনুচ্ছেদে ঘ) ১৬১ নং অনুচ্ছেদে ৩০. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কী ঘটেছে? ক) গাছপালা মরে যাচ্ছে খ) বৃষ্টিপাত কম হচ্ছে গ) পানির সংকট দেখা দিচ্ছে ঘ) কুমের ও হিমালয়ের বরফ গলে যাচ্ছে ৩১. এইডস রোগের লক্ষণ- র. ওজন হ্রাস পাওয়া রর. রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
×