ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক রিপোর্ট পেশ

প্রকাশিত: ০৮:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক রিপোর্ট পেশ

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন-২০১৪ পেশ করেছে। পিএসসি চেয়ারম্যান একরাম আহমেদের নেতৃত্বে সংস্থার ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ওই প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিনিধিদল রিপোর্ট পেশের পাশাপাশি কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা বলেন। তাঁরা রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ২০১৪ সালে কমিশন বিসিএসসহ মোট ২১৫ পরীক্ষা গ্রহণ করেছে। এর মধ্যে ১৫৬ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাঁরা বলেন, অতীতের তুলনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে পিএসসি জোরদার হয়েছে। পিএসসি প্রতিনিধিদল কমিশনের কিছু সমস্যা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পিএসসির সার্বিক কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
×