ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দর বাড়ার কারণ নেই ন্যাশনাল টিউবসের

প্রকাশিত: ০৬:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

দর বাড়ার কারণ নেই ন্যাশনাল টিউবসের

অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস। এর আগে ন্যাশনাল টিউবসের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ কার্যদিবস ধরে বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। এ সময়ে এ শেয়ার দর বেড়েছে ১১.৪০ টাকা বা ১০.১৪ টাকা। গত ১৯ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ১০১টাকা আর ২৫ ফেব্রুয়ারি লেনদেন হয়েছে ১১২.৪ টাকায়। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই। ডিএসইর ওয়েব সাইটে প্রকাশ করা অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর ১৪) ন্যাশনাল টিউবসের কর পরিশোধের পর লোকসান হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬৮ টাকা। রাইট শেয়ার ছাড়বে আইডিএলসি অর্থনৈতিক রিপোর্টার ॥ অধিকার মূলক শেয়ার (রাইট) ছাড়বে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আইডিএলসি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারে ১০ টাকা প্রিমিয়ামসহ মূল্য হবে ২০ টাকা। রাইট শেয়ার ছাড়তে আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আইডিএলসি।
×