ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জোরে কথা বললে...

প্রকাশিত: ০৬:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

জোরে কথা বললে...

মস্তিষ্কের যে অংশটি মানুষের কথাবার্তা নিয়ন্ত্রণ করে, জোরে কথা বলার সময় নিষ্ক্রিয় থাকে সে অংশটি। মস্তিষ্কের ব্রোকাস অঞ্চলটি ভোকালাইগেশনসহ মানুষের কথাবার্তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। ১৫০ বছরের পুরনো এই ধারণার বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মেরিল্যান্ডের জন হপকিন্স ও ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা জানিয়েছেন, জোরে কথা বলার সময় ব্রোকাস অঞ্চলটি কাজই করে না। আবার আস্তে কথা বলা এবং একটি সম্পূর্ণ বাক্য বলার সময় এটি সক্রিয় থাকে। - জি নিউজ। বেশি পরিচ্ছন্নতায়ও রোগ! অতিরিক্ত পরিচ্ছন্নতায় মানুষের শরীরে এত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যে, তাদের অন্ত্রে বন্ধু ব্যাকটেরিয়াগুলোও মরে যেতে থাকে। ফলে অন্ত্রের কোষগুলো সংক্রমিত হতে থাকে এবং এই রোগকে ক্রোনস বলা হয়। ক্রোনসের রোগীরা প্রধানত পেট ব্যথা, রক্তস্বল্পতা, মলের সঙ্গে রক্ত, ডায়েরিয়া, ওজন কমা, পায়ু দিয়ে পুঁজ বের হওয়া, দুর্বলতার মতো উপসর্গ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন। ক্রোনস রোগ হয় মূলত যারা ছোটবেলা থেকে অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকে। বিশেষত পরিষ্কার টয়লেট ব্যবহাকারীদের। - আনন্দবাজার।
×