ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনালে খেলবে

প্রকাশিত: ০৬:০০, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনালে খেলবে

জিএম মোস্তফা ॥ একাদশতম আসরের স্বাগতিক দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুই দলের শুরুটাও দুর্দান্ত। আর ২০১৫ বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকেই দেখছেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজের দেশ অস্ট্রেলিয়াকেই এগিয়ে রেখেছেন তিনি। এমআরএফ ফাউন্ডেশনে আরও এক বছর কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই অস্ট্রেলিয়ান। সে কারণেই গত সপ্তাহে চেন্নাইয়ে আসেন তিনি। আর ভারতে এসেই সংবাদ সম্মেলনে এই কথা জানান গ্লেন ম্যাকগ্রা। তার ধারণা এবারের সেমিফাইনালেই থেমে যেতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকার জয়রথ। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক গ্লেন ম্যাকগ্রা। ৩৯ ম্যাচ খেলে রেকর্ড ৭১ উইকেট শিকার করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। রেকর্ড ২৬ উইকেট শিকার করে ২০০৩ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ম্যাকগ্রা। শুধু তাই নয় ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে অস্ট্রেলিয়াকে টানা তিনবার শিরোপা উপহার দিতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তবে এবারের বিশ্বকাপে নিজের দেশ অস্ট্রেলিয়া ফেবারিট হলেও ভারতের পারফর্মেন্সের প্রশংসা করেছেন ৪৫ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। ভারতীয় দলের বর্তমান পারফর্মেন্স সম্পর্কে প্রশ্ন করা হলে ম্যাকগ্রা বলেন, ‘ভারতীয় দলের ব্যাটিং লাাইনআপ খুবই ভাল। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের বোলিংটাও বেশ ভাল হয়েছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতীয় বোলাররা অনেক ভাল লেন্থে বোলিং করেছে। মোহাম্মদ শামিকে খুবই ভাল মনে হচ্ছে। উমেশ যাদবও ভাল করছে।’ তবে ম্যাকগ্রা মনে করেন, ভারতীয় বিশ্বকাপ দলে পেসার বরুণ এ্যারনকে রাখা উচিত ছিল। বরুণ বর্তমানে অস্ট্রেলিয়ান এই কিংবদন্তির অধীনেই অনুশীলন ক্যাম্প করছেন। এ বিষয়ে ম্যাকগ্রা বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে বরুণ ভাল বোলিং করেছে। তার বলে গতি ছিল। বল সুয়িং করতে পারত সে। দুর্ভাগ্যজনকভাবে তার বলে ক্যাচ মিস হয়েছে।’ গত ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধন হয় একাদশতম আসরের। দুই সপ্তাহ ধরেই চলছে ব্যাটে-বলের লড়াই। এখন পর্যন্ত সেরা পারফর্মেন্স হিসেবে কাকে এগিয়ে রাখবেন? এমন প্রশ্নের জবাবে গ্লেন ম্যাকগ্রা নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ও টিম সাউদিকেই এগিয়ে রেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি ব্রেন্ডন ম্যাককুলাম অসাধারণ ব্যাটিং করেছে। টিম সাউদি ভালভাবে বল সুয়িং করিয়েছে। শুধু তাই নয় প্রতিপক্ষের বিপক্ষে সে নিয়ন্ত্রিত বোলিং করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন শ’র বেশি রান করায় আমি মুগ্ধ।’ অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে বাঁ হাতি পেসার মিচেল স্টার্কের বোলিংয়ে মুগ্ধ গ্লেন ম্যাকগ্রা। এ বিষয়ে তিনি বলেন, ‘সে খুবই ভাল গতিতে বোলিং করছে। তার বলের মুভমেন্টও খুব ভাল।’ ম্যাকগ্রার মতে, কোয়ার্টার-ফাইনাল থেকেই মূলত ২০১৫ বিশ্বকাপ শুরু হবে, ‘কোয়ার্টার ফাইনাল থেকেই মূলত আপনার পারফর্মেন্স গণ্য করা হবে।’ শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমবারের মতো মুখোমুখি হবে স্বাগতিক দুই দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তার সবতেই জয়ের দেখা পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলেছে মাত্র একটি। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করা হলে দুই দলই সমান এক পয়েন্ট করে পায়।
×