ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাত্মতা

২০ দলের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

২০ দলের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০ দলীয় জোটের চলমান অবরোধ, হরতাল, সন্ত্রাস, বোমাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বরিশাল, হবিগঞ্জ , চট্টগ্রাম, নীলফামারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন-বিক্ষোভ হয়েছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ বরিশাল ॥ অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সোনালী ব্যাংক জেলা শাখার সভাপতি মজিবর রহমান খান। বক্তব্য রাখেনÑ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃষি ব্যাংক শাখার সভাপতি রথীন্দ্রনাথ রায়, অগ্রণী ব্যাংক শাখার সাধারণ সম্পাদক শাহজাহান জোমাদ্দার, রূপালী ব্যাংক শাখার সাধারণ সম্পাদক মোরশেদ হাসান, মোস্তাফিজুর রহমান বাদশা, হুমায়ুন কবির, মিজানুর রহমান, শামসুল আলম গিয়াস প্রমুখ। হবিগঞ্জ ॥ বুধবার সকাল ১০টাÑ১১টা পর্যন্ত হবিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সম্মুখের প্রধান সড়কে মানববন্ধনÑসমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ও তাদের পরিবার বর্গের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেনÑ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ প্রমুখ। রাবি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে অনলাইন ওয়েবপোর্টাল নাগরিক কণ্ঠের সে¦চ্ছাসেবীরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক কণ্ঠের রাবি স্বেচ্ছাসেবকদের সমন্বয়ক জোবাইদা জ্যোতির সঞ্চালনায় এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দফতর সম্পাদক জয়শ্রী ভাদুড়ি, সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক আলী হুসাইন মিঠু প্রমুখ। চট্টগ্রাম ॥ বুধবার সকালে দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত নৈরাজ্য ও নাশকতাবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা অমল মিত্রের সভাপতিত্বে ও আইন সম্পাদক এ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়মী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সুনিল কুমার সরকার, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকম-লীর সদস্য দেবাশীষ গুহ বুলবুল প্রমুখ। নীলফামারী ॥ বুধবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে এতে বিভিন্ন সংগঠন অংশ নেয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় ইবনে মিজান রূপমের সভাপতিত্বে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে লিয়ন, সাব্বির, শাহরিয়ার রহমান, মঈন খান, নাঈম ইসলাম ,সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সোহাগ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিটো।
×