ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন ॥ অন্যত্র দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন ॥ অন্যত্র দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাজশাহীতে বাবাকে পিটিয়ে মেরেছে ছেলে। রূপগঞ্জে নিজঘর থেকে উদ্ধার করা হয়েছে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ। কচুয়ায় সিঁড়ি থেকে পড়ে নিহত হয়েছে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ রাজশাহী ॥ রাজশাহীর গোদাগাড়ীতে ছেলের মারপিটে শরীফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ জানান, নিহত শরীফ উদ্দিনের দুই স্ত্রী। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে প্রথম পক্ষের দুই ছেলে সাইফ ও সুজন তাকে মারপিট করে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিলরুবা আক্তার (১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কালনী এলাকা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। কচুয়া ॥ কচুয়ায় রিমি আক্তার(১১) নামে এক স্কুলছাত্রী সিঁড়ি থেকে পড়ে মারা যায়। জানা গেছে- উপজেলার ৪৮ নং কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ওই শিক্ষার্থী বুধবার সকালে স্কুলের সিঁড়ি থেকে পড়ে সংজ্ঞাহীন হয়ে যায়। নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে ক্রেস্ট প্রদান মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে লেখক মোঃ আজহারুল ইসলামের “মানিকগঞ্জের শত মানিক এবং বিক্রমপুর : ইতিহাস ও ব্যক্তিত্ব” শীর্ষক বই দু’টির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. অমর্ত্য সেনকে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর পরিচালক বিক্রয় সাইফুদ্দিন মুরাদ ভূঁইয়া। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ, ঢাকার ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, অর্থসচিব মাহবুব আহমেদ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি। বিসিআইসি কর্মচারী লীগকে সিবিএ ঘোষণা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে (বিসিআইসি) বর্তমানে দুইটি ইউনিয়ন রয়েছে। তার একটি ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ না করায় শ্রম পরিদফতর কর্তৃক বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ২০২(৫) ধারা মোতাবেক বিসিআইসি কর্মচারী লীগের (রেজি নং-বি-২০০১) শেখ নূরুল হাদী-সাইদুর রহমান-দেলোয়ার হোসেন চৌধুরী পরিষদকে ২৪ ফেব্রুয়ারি বিসিআইসির সিবিএর ঘোষণা করা হয়। -বিজ্ঞপ্তি।
×