ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ ফেব্রুয়ারি ॥ এক কিশোরীকে গণধর্ষণের দায়ে পাঁচ ধর্ষককে মৃত্যুদ- এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাশেম বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলোÑ পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামের শামীম (৩৫), ভিকন রংদি (১৭), তার বড় ভাই টিকন রংদি (২০), তাপস শেমা (১৮) ও পলাতক রূপ মিয়া। বেকসুর খালাস পেয়েছেন একই গ্রামের এখলাছ (২৮)। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের এক কিশোরী (১৫) ২০০২ সালের ২০ জুলাই রাতে তার মা ও ভগ্নিপতির সঙ্গে রিক্সাযোগে পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তারা কুমারখালি নামক স্থানে পৌঁছলে উল্লিখিত পাঁচ দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের রিক্সার গতিরোধ করে কিশোরীকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয় জঙ্গলের পাশর্^বর্তী একটি ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে টহল পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে। ঘটনার পরদিন কিশোরী নিজেই বাদী হয়ে ৬ জনকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৮ নবেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সাইফুল আলম প্রদীপ। ময়মনসিংহে ১৩ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, হালুয়াঘাটে চাঞ্চল্যকর ফাইভ মার্ডার মামলার রায়ে ১৩ জনকে যাবজ্জীবন ও ২ জনকে ১০ বছর করে কারাদ-ের আদেশ দিয়েছে ময়মনসিংহ আদালত। ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমির উদ্দিন বুধবার এ আদেশ দেন। বিগত ১৯৯৭ সালের ৯ মে হালুয়াঘাট উপজেলার গোপীনগর গ্রামে হামলায় খুন হয় আব্দুল মোতালেব, আব্দুর রশিদ, শাহজাহান, নুুরুল ইসলাম ও আলমগীর নামে ৫ জন। আদালত সূত্র জানায়, এ মামলায় যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছে সিরাজুল, আব্দুস সাত্তার, মানিক, বারেক, আজিজুল, ফজলুল করিম, সাফুর উদ্দিন, নূর মোহাম্মদ, কাসেম, হক মিয়া, আবু তাহের ওরফে নকুল, রমজান ও আবুল খায়ের। ১০ বছর করে দ-প্রাপ্তরা হচ্ছে জসিম উদ্দিন ওরফে জসু ও রাজ্জাক।
×