ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্লাক্সো স্মিথক্লাইনের ৪২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

গ্লাক্সো স্মিথক্লাইনের ৪২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লাক্সো স্মিথক্লাইন শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৬৮ টাকা ৬৩ পয়সা। গ্লাক্সো স্মিথের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ। সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে গোল্ডেন হার্ভেস্ট অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কোম্পানি নতুন বিনিয়োগের মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডকে আধুনিক ডেইরি ফার্ম করবে। সূত্র জানায়, গোল্ডেন হার্ভেস্ট এই ডেইরি ফার্মে ৩ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে। সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি ফার্মের কাছে গোল্ডেন হার্ভেস্টের ৭৫ শতাংশ শেয়ার রয়েছে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×