ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোজ স্নান নয়!

প্রকাশিত: ০৬:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

রোজ স্নান নয়!

ব্রিটেনের এক-তৃতীয়াংশ নারী রোজ গোসল করেন না। নতুন এক সমীক্ষায় বলা হয়েছে, প্রতি তিনজনের মধ্যে এক নারীই নাকি কাজ করে বাড়ি ফিরে এতই ক্লান্ত হয়ে যান যে গোসলের কথা ভুলেই যান। একদিন নয়, টানা তিনদিন স্নান না করেই দেশটির বহু নারী প্রতিদিন কাজে যান। অন্তত ৫৭ শতাংশ নারী স্বীকার করেছেন, তাঁরা স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন। কিন্তু কাজের চাপে স্নান করার সময় পান না। ৬০ শতাংশ নারী রাতে ঘুমাতে যাওয়ার আগে মেক-আপ তুলতে উৎসাহ বোধ করেন না।- ওয়েবসাইট ‘নেকেড ফেস্টিভ্যাল’ সে এক দেখার মতো দৃশ্য। জাপানের ওকোয়ামার সাইদাইজি মন্দিরে প্রায় দশ হাজার মানুষ দু’হাত বাড়িয়ে অপেক্ষা করছেন কখন মন্দিরের পুরোহিত তাদের উদ্দেশে এক পবিত্র লাঠির কয়েকটি টুকরো ছুড়ে দেবেন। তাদের বিশ্বাস, এই লাঠির টুকরো পেলে তাঁরা সারা বছর সুখেশান্তিতে থাকতে পারবেন। তবে এই উৎসব অন্য পাঁচটা উৎসব থেকে আলাদা। কারণ এতে অংশ নেয়াদের পরনে শুধু অন্তর্বাস। ‘নেকেড ফেস্টিভ্যাল’ নামের এই উৎসবটি ১৫১০ সাল থেকে চালু জাপানে। ওয়েবসাইট
×