ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনই অবসর নয় ॥ ইউনুস খান

প্রকাশিত: ০৬:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

এখনই অবসর নয় ॥ ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের গোধূলিবেলা। পারফর্মেন্সও নিষ্প্রভ। ঠিক এমন সময়ই অবসরের সিদ্ধান্ত। মঙ্গলবার ইউনুস খানের অফিসিয়াল টুইটারের বরাত দিয়ে বলা হয়, চলমান ক্রিকেট বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও সেখানে টেস্ট খেলা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে পাকিস্তানের তারকা ক্রিকেটারের অফিসিয়াল টুইটার। কিন্তু একদিন পরই তার রহস্যের উন্মোচন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পরে অবসর গ্রহণের বিষয়টিকে উড়িয়ে দেন দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগতে থাকা পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। মঙ্গলবারের টুইটারের জবাবে বুধবার তার নিজের টুইটারে তিনি জানান, দলের পক্ষে অবদান রাখার জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এখনই অবসরের বিষয়ে কোন ধরনের চিন্তা-ভাবনা তার মাথায় নেই। বিশ্বকাপে ইতোমধ্যেই দুই ম্যাচ খেলেছে পাকিস্তান। তার দুটিতেই লজ্জাজনক পরাজয়। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ম্যাচেও পায় হারের লজ্জা। বিশ্বকাপের প্রথম দুটি হারা ম্যাচে মাত্র ৬ এবং ০ রানে আউট হন ইউনুস খান। এরপর ইউনুস খানের সমালোচনা। বিশেষ করে ইউনুস খানকে নিয়ে দেশটির সাবেক খেলোয়াড়রা সমালোচনায় মুখর হয়ে উঠে। এ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে ইনিংস সূচনা করতে পাঠালেও তাতে সফল হতে পারেননি। সিদ্ধান্তটি দলের জন্য ব্যুমেরাং হয়ে কাজ করেছে বলে সাবেকরা মন্তব্য করেছেন। গত মাসে নিউজিল্যান্ড সফরে আসার পর থেকে ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান সর্বশেষ আট ৮ ম্যাচে করেন মোট ৭৮ রান। যার মধ্যে ছিল চারটি অনুশীলন ম্যাচও। আগামী ১ মার্চ পাকিস্তান বিশ্বকাপে তাদের পরবর্তী ম্যাচে জিম্বাবুইয়ের মুখোমুখি হবে। আর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ক্ষীণ আশা টিকিয়ে রাখতে হলে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই আফ্রিদি-মিসাহদের। কিন্তু সেই ম্যাচের আগেই ইউনুস খানকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এ বিষয়ে এক টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে রমিজ রাজা বলেন, ‘আমি ইউনুসের কাছে ক্ষমা চাচ্ছি। পাকিস্তান ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু এখন ওয়ানডে দলটি ছেড়ে যাও। আমি মনে করি নিজেকে বিশ্রাম দেয়ার জন্য ইউনুস নিজেই দলীয় ব্যবস্থাপনার কাছে অনুরোধ জানাতে পারে।’ বিশ্বকাপে ভারতের মতো গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে ইউনুস খানকে দিয়ে ইনিংসের সূচনা করানোর জন্য দলীয় ব্যবস্থাপনাকেই দোষী সাব্যস্ত করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে এক কলামে তিনি লিখেছেন, যেহেতু সে স্বীকৃত ওপেনার না। তার ওপর দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছে সে।
×