ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বড় ম্যাচের মঞ্চে টাইগারদের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বড় ম্যাচের মঞ্চে টাইগারদের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা

মিথুন আশরাফ ॥ আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় যখন মেলবোর্ন ক্রিকেট মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে, এক দিক দিয়ে বাংলাদেশই এগিয়ে থাকছে। শ্রীলঙ্কার চেয়ে যে এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকায় এখন তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সেই এগিয়ে থাকা বাংলাদেশকে এখন ম্যাচেও এগিয়ে নিয়ে যেতে পারলেই হয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হয়ে থাকবে বাংলাদেশের। তখন ৩ ম্যাচেই ৫ পয়েন্ট যুক্ত হয়ে যাবে। আজকের ম্যাচটিতে নামার আগে বাংলাদেশের পয়েন্ট তালিকায় ৩ পয়েন্ট যুক্ত হয়ে যাওয়ায়, এখন পর্যন্ত অপরাজিত থাকায়; সামনের যে চারটি ম্যাচ আছে যে কোন দুটিতে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেতে পারে বাংলাদেশের। সেই হিসেবে আজকের ম্যাচ জেতার পর স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি জিতলেই হয়ে যায়। বাংলাদেশ কী পারবে আজকের ম্যাচটি জিততে? বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জয়ের বিকল্প ভাবছেন না। বুধবার প্রস্তুতি শেষে সাংবাদিকদের মাশরাফি জানান, ‘আমাদের প্রত্যেকের জন্য যে পরিকল্পনা দেয়া আছে তা যদি ঠিকমতো বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই রেজাল্ট আমাদের পক্ষে আসবে। কিন্তু এর আগে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে।’ সঙ্গে যোগ করেন, ‘ওই সময় (জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচও না জেতা) ভাল খেলতে পারিনি তাই হেরেছি। আফগানিস্তানের সঙ্গে খেলার আগে এই কথাটা এসেছে। অতীতের কোন কিছু নির্দিষ্ট দিনে কোন সাহায্য করে না। আমরা অবশ্যই আগে হেরেছি এবং সেটা বাজে খেলেছি বলেই। এখানে আমরা তা নিয়ে ভাবছি না; চিন্তা করছি কিভাবে ভাল খেলা যায়।’ ম্যাচের টার্গেট কী- এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘এই মুহূর্তে জয় ছাড়া বিকল্প কোন চিন্তা মাথায় নেই। তবে খেলায় হার-জিত অবশ্যই আছে। এটা আমি সব সময় বিশ্বাস করি। এ জন্য বাড়তি কথা বলতেও পছন্দ করি না। আমি প্রথমে বলব জয়। এরপর বলব যা যা পরিকল্পনা আছে সে সব পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা। সরাসরি জয়ের চিন্তা করলে কাজটা কঠিন হবে। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারাটাই হবে প্রধান কাজ। এটা করতে পারলে জয় আসবে।’ মাশরাফি যতই বলুক প্রথম টার্গেট জয়, কিন্তু তা কী ততটা সহজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দলটিতে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকারতেœ দিলশান, এ্যাঞ্জলো ম্যাথুস, লাসিথ মালিঙ্গারা আছে। প্রত্যেকেই নিজের দিনে সেরা পারফর্মার। এ ক্রিকেটারদের বিপক্ষে কুলিয়ে ওঠা কী সম্ভব? তাছাড়া মেলবোর্নে শ্রীলঙ্কার খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের নেই। উইকেট নিয়েও তো ভাবনা থাকছেই। মাশরাফি বলেছেন, ‘উইকেট তো আগের দিনও দেখেছি ভাল। আমার মনে হয় হাইস্কোরিং ম্যাচ হবে। উইকেট ভালই মনে হচ্ছে। উইকেটে ঘাসও নেই। ফ্লাট উইকেটই মনে হচ্ছে। এই ধরনের উইকেটে ভাল বল করলে উইকেটের সাহায্য পাওয়া যেতে পারে। শ্রীলঙ্কা দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে এটাই মূল কথা। আমাদের ফোকাসটা সেদিকেই। আমরা জানি আমরা এই ধরনের উইকেটে কখনও খেলিনি। এই মানসিকতা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। এভাবেই তৈরি হচ্ছি। অবশ্যই ওদের যারা ভাল খেলোয়াড় আছে, আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তবে আমরা ভাল কিছু করতে পারব।’ এ ভাল কিছু করতে হলে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদেরই ব্যাটিংয়ে হাল ধরতে হবে। আর বল হাতে সাকিব, মাশরাফি, তাসকিন, রুবেলদেরই নৈপুণ্য করতে হবে। তা না হলে সবারই জানা শ্রীলঙ্কার বিপক্ষে কুলিয়ে ওঠা কঠিন। দলটি আবার বিশ্বকাপে যে একটি জয় খুঁজছিল, তা আফগানিস্তানের বিপক্ষে পেয়ে আত্মবিশ্বাসীও হয়ে উঠেছে। তবে এ মুহূর্তে পয়েন্টের দিক দিয়ে যেমন বাংলাদেশ এগিয়ে থেকেই নামছে, ঠিক তেমনি অলরাউন্ডার জীবন মেন্ডিস বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় শ্রীলঙ্কার খানিকটা ক্ষতিই হয়েছে। আর মুশফিক সুস্থ হয়ে ওঠে অনুশীলন করায় দলেও স্বস্তি ফিরে এসেছে। যদিও আজকের ম্যাচে এনামুল হক বিজয়ই উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন। মুশফিকের কাছ থেকে এখন আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানে জেতা ম্যাচের মতো নৈপুণ্য মিলে গেলেই হয়। শ্রীলঙ্কা অধিনায়ক এ্যাঞ্জলো ম্যাথুসের কণ্ঠে অনেকটা হুঙ্কারের সুরই বেজেছে। বলেছেন, ‘আমার মনে হয় এখনও সেরা ক্রিকেট খেলা হয়নি আমাদের। যদি আমরা ভাল ক্রিকেট খেলতে পারি, ঐক্যবদ্ধ নৈপুণ্য দেখাতে পারি; যে কোন দলকেই হারাতে পারি। আমরা অন্য কোন দলকে ফলো করে খেলব না। নিজেদের খেলাটাই খেলব এবং আশা করি জিতবও। কোয়ার্টার ফাইনালে যেতে হলে সামনে জিততেই হবে।’ একই পরিস্থিতি বাংলাদেশেরও। নক আউট পর্বে স্থান করে নিতে হলে জয় পেতেই হবে। সামনে যে কোন দুটি দলকে হারানোর লক্ষ্য নিয়েই এখন দল এগিয়ে চলেছে। সেই লক্ষ্যে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
×