ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রমনার গাছে...

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

রমনার গাছে...

আমরুদ-ী শিকারী কীট মাকড়সা। এর মাথা ও ধড় দুটি অংশে বিভক্ত। আটটি পা। এর বিশেষ গুণ হলো এরা নিজেরাই জাল তৈরি করতে পারে। জাল হলো কামড়সার শিকার ধরার হাতিয়ার। তবে সব মাকড়সা জাল বোনে না। অনেক মাকড়সা আছে লাফিয়েও শিকার ধরে। মাকড়সার কামড় তীক্ষè হলেও বিষযুক্ত নয়। বিশেষজ্ঞদের মতে, মাকড়সা প্রথম হুলযুক্ত প্রাণীদের অন্যতম। এমনকি একটি জাল বোনা মাকড়াসার দেখা মেলে রাজধানীর রমনা পার্কের গাছের ডালে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×