ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাটলেটিকো, আর্সেনাল মাঠে নামছে আজ রাতে

প্রকাশিত: ০৬:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

এ্যাটলেটিকো, আর্সেনাল মাঠে নামছে আজ রাতে

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে আজ রাতে মাঠে নামছে এ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে খেলবে আসরের বর্তমান রানার্সআপ এ্যাটলেটিকো। লেভারকুসেনের বে এ্যারানায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইংলিশ প্রিমিয়ার লীগের দল আর্সেনাল নিজেদের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে খেলবে ফরাসী ক্লাব মোনাকোর বিরুদ্ধে। এই চারটি দলই দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে আগামী ১৭ মার্চ। দুই লেগের ফলাফলের ভিত্তিতে দুটি দল কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে। গতবারের দুর্দান্ত পারফর্মেন্স এবারও ধরে রেখেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। আগের মৌসুমে দলটি স্প্যানিশ লা লিগায় শিরোপা জয় করে দেড়যুগ পর। আর চ্যাম্পিয়ন্স লীগেও উঠে আসে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারলেও দিয়াগো সিমিওনের দলের পারফর্মেন্স প্রশংসিত হয়। এবারও দলটি সাফল্য ধরে রাখার লক্ষ্যে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে এসেছে এ্যাটলেটিকো। ছয় ম্যাচের মধ্যে চার জয় ও একটি করে হার ও ড্র সঙ্গী হয় তাদের। গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসের কাছে ৩-২ গোলে হেরে মিশন শুরু করেছিল স্প্যানিশ ক্লাবটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুর্দান্ত ছন্দ ধরে রেখে এগিয়ে চলেছে তারা। লা লিগায়ও সর্বশেষ দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে এ্যাটলেটিকো। দলটির ক্রোয়েশিয়ান তারকা মারিও মানদুকিচ আছেন দারুণ ফর্মে। এ পর্যন্ত করেছেন ২০ গোল। দলের কোচ দিয়াগো সিমিওন বলেন, প্রতিপক্ষের মাঠ খেলতে হবে। জয় পাওয়া সহজ না। লেভারকুসেনও ভাল দল। তাদের সমীহ করেই খেলতে হবে। লেভারকুসেনের কোচ রজার স্কিমড বলেন, আমরা জয়ের লক্ষ্যেই খেলব। ছেলেরা ভাল করতে মুখিয়ে আছে। আমাদের সুবিধা হচ্ছে, চাপমুক্তভাবে খেলতে পারব। ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বের টিকেট পায় আর্সেনাল। অন্যদিকে মোনাকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টারে উঠে এসেছে। দল দুটির লড়াইয়ে তাই উত্তেজনা থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য জয় ছাড়া কিছুই ভাবছেন না। তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে খেলতে হলে এই ম্যাচেই আমাদের এগিয়ে যেতে হবে। নিজেদের মাঠে জয় না পেলে পরে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যেতে পারে। ক্লাব ফুটবলের জমজমাট এই আসরে প্রাথমিক পর্বে আটটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে ৩২ দল। সেখান থেকে সেরা ১৬ দল উঠে এসেছে নকআউট পর্বে অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে। আর বিদায় নিয়েছে ১৬ দল। পরের পর্বে জায়গা পাওয়া ১৬ দল কে কার সঙ্গে মোকাবেলা করবে তা নির্ধারিত হতো গত ডিসেম্বরে। প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হচ্ছে ১৭, ১৮, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। এরপর কোয়ার্টার ফাইনালের ড্র হবে ২০ মার্চ। শেষ আটের প্রথম লেগের খেলা হবে ১৪ ও ১৫ এপ্রিল।
×