ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেলবোর্নে নেট প্রাকটিসের সময় তাসকিনের বলে ডান হাতের আঙ্গুলে আঘাত

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগেই ইনজুরিতে মুশফিক

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগেই ইনজুরিতে মুশফিক

মিথুন আশরাফ ॥ আর একদিন বাকি। আজকের দিনটি যেতেই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে মেলবোর্ন ক্রিকেট মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। এর আগে মঙ্গলবার অনুশীলনে ইনজুরিতে পড়ে গেলেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম। প্রস্তুতি নেয়ার সময় পেসার তাসকিন আহমেদের বলে আঙ্গুলে ব্যথা পেয়েছেন। মেলবোর্নে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকু রহীম। আর বলে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তার একটি বল মুশফিকের ডান হাতের আঙ্গুলে আঘাত করে। এরপর সঙ্গে সঙ্গেই তাকে নেয়া হয় একটি হাসপাতালে। তবে হাসপাতালে স্ক্যান করানোর পর বোঝা যায় আঘাত গুরুতর নয়। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেন মুশফিক। তবে সেই নিশ্চয়তা কী শতভাগ আছে? আর একদিন বাকি। এর মধ্যে হাতে যে ব্যথা পেয়েছেন তা কী পুরোপুরি সেরে ওঠা সম্ভব? আগামী বৃহস্পতিবার মুশফিকের মাঠে নামা নিয়ে কোন সংশয় নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছেন, ‘মুশফিক আঘাত পাওয়ার পরপরই তার আঙ্গুল স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে তার আঙ্গুলে কোন চির নেই। আঘাত গুরুতর না হওয়ায় বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে মুশফিকের খেলা নিয়ে কোন সংশয় নেই।’ বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। যে কোন সময় দলের হাল ধরতে পারেন। যেমনটি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছিলেন। হয়েছিলেন তাই ম্যাচসেরাও। বাংলাদেশও ম্যাচটিতে ১০৫ রানের বড় ব্যবধানেই জিতে যায়। মুশফিক যেদিন ইনজুরিতে পড়েছেন, শ্রীলঙ্কান স্পিনার জীবন মেন্ডিসও ইনজুরিতে পড়েছেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। এ ইনজুরিতে তার বিশ্বকাপ খেলাই শেষ হয়ে যেতে পারার সম্ভাবনা আছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে দুই দলেই ইনজুরি হানা দিয়েছে। তবে মুশফিকের আঘাত গুরুতর নয়, এটি ভাল সংবাদ। এমনিতেই শ্রীলঙ্কা শক্তিশালী দল। সেই দলে বামহাতি ব্যাটসম্যান বেশি থাকায় আল আমিনকে খেলানোর সম্ভাবনা ছিল। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে আল আমিনকে। সেই কমতি থাকছেই। এর মধ্যে যদি আবার মুশফিকও না খেলতে পারেন, তাহলে মাঠে নামার আগেই দুর্বল হয়ে পড়বে বাংলাদেশ। বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক যেন তাই বোঝাতে চেয়েছেন। আল আমিন না থাকার বিষয়টি সামনে আসতেই বলেছেন, ‘সত্যি বলতে আমরা হতাশ যে একজন ক্রিকেটার দল ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু শফিউলও (ইসলাম) অভিজ্ঞ খেলোয়াড়। এটা আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’ যা হচ্ছে, যা হবে; তা নিয়ে কেউই এখন আর ভাবতে রাজি নন। সবাই বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি নিয়েই ভাবছেন। স্ট্রিক শুরুতেই বাংলাদেশ ৩ পয়েন্ট পেয়ে যাওয়ায় খুশি। জানিয়েছেন, ‘আমরা শুরুতে যা করেছি তাতে খুশি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে ভাল হতো। এক পয়েন্ট পেয়ে অবশ্য দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। আমরা এখন পরের ম্যাচটি নিয়েই ভাবছি।’ দলের ক্রিকেটাররাও যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি নিয়ে ভাবছেন, তা বুঝিয়ে দিয়েছেন স্ট্রিকই, ‘ছেলেদের মধ্যে ম্যাচটি নিয়ে উত্তেজনা কাজ করছে। ১৬ কোটি মানুষের প্রত্যাশা জড়িয়ে আছে। ছেলেরা চেষ্টা করছে ভাল নৈপুণ্য দেখাতে।’ ভাল কিছু শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারলে অর্থাৎ জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ আরও সহজ হয়ে যাবে। সেই পথ তৈরি করার চেষ্টাই করে যাচ্ছেন ক্রিকেটাররা। পুরোদমে প্রস্তুতি নেয়া শুরু হয়ে গেছে। আজ আরেকদিন প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সকালেই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে নেমে যেতে হবে। এ লড়াইয়ের আগে, ‘ব্যথা অনুভব করাতেই মুশফিককে হাসপাতালে নেয়া হয়েছে’ তা যতই বলেন খালেদ মাহমুদ সুজন, মুশফিককে নিয়ে ভাবনা তো থাকছেই।
×