ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে উদীচীর গীতি নৃত্যনাট্য মঞ্চস্থ

প্রকাশিত: ০৭:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

সৈয়দপুরে উদীচীর গীতি নৃত্যনাট্য মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মহান ভাষা শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে শহীদ স্মৃতি পার্কে ‘এ লড়াই বাঁচার লড়াই’ শীর্ষক গীতি নৃত্যনাট্য মঞ্চস্থ করে উদীচী সৈয়দপুর শাখা। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী শাখার আহ্বায়ক মো. আহ্সান রহিম মঞ্জিল। সভাপতিত্ব করেন উদীচীর সৈয়দপুর শাখার সভাপতি ড. শাহ্ মো. আমির আলী । বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলিম উদ্দিন, উদীচীর নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাশিম রায়হান অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর থানা শাখার সভাপতি নুরুজ্জামান জোয়ারদার, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমুখ। গীতি নাট্যটি নির্দেশনায় ছিলেন শেখ রোবায়তুর রহমান রোবায়েত।
×