ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে দুর্বৃত্তদের হামলায় আহত এক

প্রকাশিত: ০৭:১০, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

সিলেটে দুর্বৃত্তদের হামলায় আহত এক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ রবিবার রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর লামাবাজারের একটি ক্লিনিকের সামনে মেট্রোসিটি সিকিউরিটির এক কর্মকর্তাকে রুল দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত আলী হোসেন (৩১) মদিনা মাকের্ট লেকসিটি ১নং রোডের এ ব্লকের ৫নং বাসার মোঃ আব্দুল হান্নানের ছেলে। পরে আহত অবস্থায় তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বান্দরবানে বাস থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৩ ফেব্রুয়ারি ॥ আলীকদম উপজেলার একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার কানামাঝির ঘাট এলাকায় (চট্ট মেট্রো-ব-০৫-০০৯৪) যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ ও সেনা সদস্যরা। এ সময় বাসের ছাদ থেকে ১টি এলজি উদ্ধার করা হয়। যৌথবাহিনীর সদস্যরা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের ড্রাইভার আনোয়ার হোসেন, হেলপার আবছার ও মনজুর আলম নামে তিনজনকে আটক করে। জনগণ খালেদাকে প্রত্যাখ্যান করেছে হরতালবিরোধী সমাবেশে বক্তারা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশে নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পরিচালনায় বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির সূচকে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়ে চলেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। এ অবস্থায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে জনগণ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সহসভাপতি সুনীল সরকারের সভাপতিতে ও আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
×