ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় জার্মানীর আগ্রহ

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় জার্মানীর আগ্রহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, বাংলাদেশের শিল্পবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে জার্মানীভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ফিয়াল ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস। বাংলাদেশ সফররত প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে সোমবার শিল্প মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আমু বলেন, বাংলাদেশের শিল্প খাতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জার্মানীর অত্যাধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিতে চায় দেশটির বিখ্যাত এই প্রতিষ্ঠান। একই সঙ্গে সৌর ও বায়ু বিদ্যুত উৎপাদন, স্বয়ংক্রিয় বিমান ও নৌবন্দর ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন, স্টিল ও পাট শিল্প খাতের আধুনিকায়নেও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। শিল্পমন্ত্রী বলেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্প খাত গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। পূবালী ব্যাংকের নতুন এমডি আব্দুল হালিম চৌধুরী পূবালী ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ৭ ডিসেম্বর ২০১৪ থেকে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে প্রিন্সিপাল অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগদান করেন। তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঋণ বিভাগের মহাব্যবস্থাপক, বিভিন্ন কর্পোরেট শাখাপ্রধান এবং ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি।
×