ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নৃশংস না হলে বিএনপি-জামায়াত করা সম্ভব নয়

প্রকাশিত: ০৬:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

নৃশংস না হলে বিএনপি-জামায়াত করা সম্ভব নয়

We fail to understand hwo the accused Subhan being a Bengali Muslim actively aided, abetted and facilitated the commission of such crimes with extreme cruelty against the non combatant civilians of his own locality. Did it match to humanity. সাতবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন প্রামাণিককে একজন পাকিস্তানী সৈন্য সুবহানের নির্দেশে গুলি করে হত্যা করে। [বিস্তারিত সম্পাদকীয় পাতায, পৃষ্ঠা-৬] সুবহান তখন মৃত প্রামাণিকের শরীরে লাথি মারতে মারতে বলে- দ্যাখ, জয় বাংলা কেমন দ্যাখ। আদালত প্রশ্ন রাখেনÑ কোন্ ধরনের ইসলামী দলের নেতারা এমন কাজ করতে পারে? এ কারণেই উপসংহারে পৌঁছা যায় জামায়াত একটি অপরাধী সংগঠনঅ “ঞযব ধপপঁংবফর ৎড়ঃব ঃযঁং রসঢ়বষং ঃযব পড়হপষঁংরড়হ ঃযধঃ ঔধসধধঃ ঃড় যিরপয ঃযব ধপপঁংবফ ঝঁনযধহ নবষড়হমবফ ধিং ধ পৎরসরহধষ ড়ৎমধহরুধঃরড়হ. প্রায় সব রায়েই জামায়াতকে অপরাধী বা ক্রিমিনাল সংগঠন বলা হয়েছে। আদালত তার রাজনৈতিক নিবন্ধনও বাতিল করেছে। সেজন্য প্রশ্ন জাগছে, সরকার ক্রিমিনালদের কেন রাজনীতি করতে দিচ্ছে? এমন প্রশ্নও উঠছে, সরকারের কি কোন স্বার্থ আছে এই ক্রিমিনালদের প্রকেটশন দেয়ার? সরকারকে নানা দিক সামলাতে হয়, নানা রকম সমঝোতা করতে হয়, সে সব সবার জানা। কিন্তু তাই বলে আদালত বর্ণিত ক্রিমিনালদের কেন প্রটেকশন দিতে হবে, তা বোধগম্য নয়।
×