ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরুষ বুঝল গর্ভবতীর কষ্ট

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

পুরুষ বুঝল গর্ভবতীর কষ্ট

গর্ভধারণ যে কত কষ্টের তা গর্ভবতী মায়েরাই জানেন। দশমাস দশদিন গর্ভে সন্তান ধারণ করে নিত্য কর্ম সম্পাদনে তাদের যে যন্ত্রণা ভোগ করতে হয়, সে যন্ত্রণা পুরুষরা বুঝে না। বোঝার কথাও নয়। কিন্তু জ্যাসন ব্রামলে, স্টেভ হ্যানসন এবং জনি বিগিনস নামক তিনজন বিবাহিত পুরুষ এ যন্ত্রণা কেমন তা কিছুটা হলেও টের পেয়েছেন। মধ্যবয়সী এই তিনজন পুরুষ পুরো একমাস ত্রিশ পাউন্ডের পাথর পেটে পরিধান করে বুঝতে পেরেছেন গর্ভধারণে মায়েদের কী পরিমাণ কষ্ট করতে হয়। প্রেগনেন্সি স্যুটের মধ্যে পাথর ঢুকিয়ে তারা সন্তান পেটে থাকা অবস্থায় মায়েদের কী কী অসুবিধা হয়, সেটা উপলব্ধির চেষ্টা করেন। প্রতিটি মুহূর্তে তাদের যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন গর্ভবতী মায়েদের কষ্ট। মার্চের পনেরো তারিখ বিশ্ব মা দিবস। এই দিবসটিকে সামনে রেখেই এই তিনজন বিবাহিত পুরুষ গর্ভধারণের কষ্ট অনুভব করার চেষ্টা করেছেন। নারীর প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়ার জন্য তারা এই উদ্যোগ নেন। -সূত্র: ডেইলি মেইল
×