ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্কাটনে দেয়াল ধসে অপসোনিন কোম্পানির কর্মচারী নিহত

প্রকাশিত: ০৭:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

ইস্কাটনে দেয়াল ধসে অপসোনিন কোম্পানির কর্মচারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নিউ ইস্কাটনে দেয়াল ভেঙ্গে ওবায়দুল হক (২৫) নামে অপসোনিন ওষুধ কোম্পানির কর্মচারী মারা গেছেন। তিনি নির্মাণাধীন একটি ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রবিবার সকালে এই মমার্ন্তিক ঘটনাটি ঘটে। নিহত ওবায়দুলের বাবার নাম ওহাব মৃধা। বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। ওবায়দুল হক তার পরিবারের সঙ্গে গাজীপুরের পুবাইলে বসবাস করতেন। নিহতের সহকর্মী তোফাজ্জল হোসেন জানান, নিহত ওবায়দুল কোম্পানিতে কাজ শেষে গাজীপুরের বাসায় ফিরছিলেন। তিনি জানান, দেয়ালটি তার শরীরের ওপর ধসে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেয়াল চাপা ওবায়দুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ওই ভবনের আন্ডার গ্রাউন্ডের কাজ চলছিল। রাস্তার দুই ধার ঘেঁষে বিশাল ওই নির্মাণাধীন ভবনটি প্রাচীরঘেরা বহু পুরনো। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে ঝুঁকিপূর্ণভাবে। এলাকাবাসীরা বহুবার অভিযোগ করার পর নির্মাণাধীন ভবনের মালিক পক্ষ কোন কর্ণপাত করেননি। মালিক ও ডেভলপার কোম্পানির গাফিলতির কারণেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, ময়নাতদন্ত শেষে বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×