ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদমজী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত: ০৪:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

আদমজী ইপিজেডে  শ্রমিক-পুলিশ  সংঘর্ষ, আহত ১২

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ আদমজী ইপিজেডের যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ মালিকানাধীন এমসিএস টেক্সটাইল কারখানাটি বন্ধ ঘোষণার প্রতিবাদে রবিবার সকালে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে শ্রমিক সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা অন্য কারখানা থেকে শ্রমিক বের করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ জন আহত হয়। জানা যায়, এমসিএস টেক্সটাইল কারখানায় ১ হাজার ২৪৫ শ্রমিক কাজ করে। কারখানাটির মালিক বাংলাদেশী ও ইংল্যান্ডের দুই নাগরিক। মালিকানা বিরোধের কারণে গত দুই মাস ধরে ফ্যাক্টরির উৎপাদন বন্ধ রয়েছে। রবিবার সকালে শ্রমিকরা ইপিজেডে এসে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিস দেখতে পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। শ্রমিকরা অন্যান্য কারখানা শ্রমিকদের নামিয়ে এনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তা প্রতিহত করে। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দেয় এবং লাঠিচার্জ করলে শ্রমিকরা ইপিজেড থেকে চলে যায়। এদিকে শ্রমিকরা বেলা ১১টার দিকে কদমতলীর নাভানা ভূইয়া সিটি এলাকায় আবারও জড়ো হতে থাকে।
×