ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালতলী উপজেলা প্রশাসন চলছে ১১ কর্মকর্তা ছাড়াই

প্রকাশিত: ০৪:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

তালতলী উপজেলা প্রশাসন চলছে ১১ কর্মকর্তা ছাড়াই

সংবাদদাতা, আমতলী, ২২ ফেব্রুয়ারি ॥ বরগুনার তালতলী উপজেলা ঘোষণার তিন বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ দফতর ও জনবল নিয়োগ দেয়া হয়নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। উপজেলা নির্বাহী অফিসারসহ ৬টি দফতর রয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল নেই। এসিল্যান্ডসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ১১ দফতর ও কর্মকর্তা নেই। প্রয়োজনীয় দফতর ও জনবল না থাকায় দেখা দিয়েছে উন্নয়ন কর্মকা-ে স্থবিরতা। তালতলী উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, ২০১২ সালে আমতলী উপজেলাকে বিভক্ত করে পঁচাকোড়ালিয়া, ছোটবগী, শারিকখালী, কড়াইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন নিয়ে তালতলী পূর্ণাঙ্গ উপজেলা করা হয়। এতে তালতলীর লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। উপজেলা ঘোষণার পরে ১৭টি দফতরের মধ্যে ৬টি দফতর দিয়ে পরিষদের কার্যক্রম শুরু হয়। কিন্তু তিন বছর অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ দফতর চালু হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্বাস্থ্য, কৃষি, সমাজসেবাসহ ১১টি দফতর ও কর্মকর্তা ছাড়াই চলছে উপজেলা প্রশাসন। এমনকি গুরুত্বপূর্ণ কর্মকর্তার দফতর এখনও খোলা হয়নি। উপজেলা পরিষদের ১৭টি দফতর ছাড়াও তালতলীতে সাব-রেজিস্ট্রার অফিস, সোনালী ব্যাংক না থাকায় জনগণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। তালতলীর আবদুল মালেক জানান এসিল্যান্ড না থাকায় ভূমি সংক্রান্ত কাজে আমতলীতে যেতে হচ্ছে। তালতলী বাজারের ব্যবসায়ী শামীম পাটোয়ারী জানান, উপজেলা পরিষদের আর্থিক সংক্রান্ত ও ব্যবসায়ীদের ব্যবসায়িক দেনদেন সোনালী ব্যাংকে হয়ে থাকে কিন্তু এখনও তালতলীতে সোনালী ব্যাংকের শাখা না থাকায় সমস্যা হচ্ছে।
×