ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চোরাচালানে ক্ষতির মুখে সিগারেট কোম্পানি

প্রকাশিত: ০৪:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

চোরাচালানে ক্ষতির মুখে সিগারেট কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশী সিগারেটের চোরাচালান বন্ধ করার দাবি জানিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিসি)। একই সঙ্গে তামাকের ওপর আরোপিত কর যৌক্তিক করার দাবি করা হয়েছে। রবিবার সচিবালয়ে বিএটিসির তিন শীর্ষ কর্মকর্তা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানান। অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিএটিসির পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিফ এবং কর্পোরেট প্রধান ও রেগুলেটরি এ্যাফেয়ার্স শাহেদ জুবায়ের। বিএটিসির কর্মকর্তাদের সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাদের কিছু অভিযোগ আছে, আগামী বাজেট প্রণয়নকালে সেগুলো আলোচনা করা হবে।
×