ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডব্লিউটিওতে বাংলাদেশ এলডিসির সমন্বয়কারী

প্রকাশিত: ০৪:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

ডব্লিউটিওতে বাংলাদেশ এলডিসির সমন্বয়কারী

বিশেষ প্রতিনিধি ॥ বিশ্ববাণিজ্য সংস্থায় স্বল্পোন্নত দেশসমূহ বাংলাদেশকে ২০১৫ সালের জন্য সমন্বয়কারী মনোনিত করেছে। ১৯৯৫ সালে এলডিসি গ্রুপ প্রতিষ্ঠার পর বাংলাদেশ কয়েকবার এ সমন্বয়কারীর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। জানা যায়, ১৯৯৬ সালে প্রথমবারের মতো সমন্বয়কারীর দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশের তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মিনিস্টিরিয়াল কনফারেন্সে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধাসহ বিভিন্ন ইস্যুতে দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। যা ওই সময়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এজন্য তোফায়েল আহমেদ এলডিসিভুক্ত দেশগুলোর কাছে অনেক প্রশংসা অর্জন করেছেন।
×