ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পিঁপড়াদের ‘টয়লেট’

প্রকাশিত: ০৬:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৫

পিঁপড়াদের ‘টয়লেট’

এন্টেমোলজিস্টরা (পতঙ্গ বিশেষজ্ঞ) আবিষ্কার করেছেন, ক্ষুদে পতঙ্গ মোটেও যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে না। বরং মানুষের কায়দাতেই নিজেদের কলোনির মধ্যে নির্দিষ্ট একটি স্থানে এই কাজ সম্পন্ন করে। জার্মান গবেষক টোমার জ্যাকজকেস ও তার সঙ্গীরা বহু পিঁপড়া কলোনি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে দেখেছেন, পিঁপড়াদের বাসার মধ্যেই রয়েছে নির্দিষ্ট ‘টয়লেট’ বা ‘শৌচালয়’। ব্ল্যাক গার্ডেন পিঁপড়েদের ২১টি কলোনিকে তারা প্লাস্টার বাসায় দু’মাস ধরে দেখেছেন প্রত্যেকটি কলোনিতেই একটি নির্দিষ্ট স্থানেই বর্জ্য ত্যাগ করছে তারা। পিঁপড়ার মতো সমাজবদ্ধ পতঙ্গরা সাধারণত পরিচ্ছন্নতা নিয়ে সচেতন হয়। - জিনিউজ
×