ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৬, ২২ ফেব্রুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৮. বন্দরে সব ধরনের আধুনিক জাহাজের যাতায়াতের জন্য কী থাকা প্রয়োজন? ক) পোতাশ্রয় খ) উপকূলের সমুদ্রের গভীরতা গ) উন্নত বন্দর ব্যবস্থা ঘ) উপকূলের নিকটে সুবিস্তৃত সমভূমি ২৯. কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর? ক) ট্রপোমন্ডল খ) স্ট্রাটোমন্ডল গ) মেসোমন্ডল ঘ) তাপমন্ডল ৩০. বন্যা সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহণ করতে হয় – র. প্রকল্প রর. কর্সমূচি ররর. প্রচেষ্টা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১. ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? ক) কেন্দ্রে নিম্নচাপ চারপাশে উচ্চচাপ খ) কেন্দ্রে উচ্চাপ চারপাশে নিম্নচাপ গ) কেন্দ্রে উচ্চচাপ চারপাশে চাপহীন ঘ) কেন্দ্রে চাপহীন চারপাশে উচ্চচাপ ৩২. সমুদ্র সমতল থেকে যশোরের উচ্চতা কত মিটার? ক) ৮ খ) ১৮ গ) ২০ ঘ) ৩৭.৫০ ৩৩. যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাকে কী বলে? ক) শুষ্ক বায়ু খ) পরিপৃক্ত বায়ু গ) শিশিরাঙ্ক ঘ) আদ্র বায়ু ৩৪. পরিবেশের প্রধান উপাদান কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৩৫. বাংলাদেশের প্লাইস্টোসিন কোন ধরনের বনভূমি? ক) ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি খ) ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি গ) ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বনভূমি ঘ) স্রোতজ বনভূমি ৩৬. বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে কোন শিল্প থেকে? ক) বস্ত্র শিল্প খ) জাহাজ শিল্প গ) চিনি শিল্প ঘ) পোশাক শিল্প ৩৭. কোনটির উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়? ক) অক্ষরেখা খ) মধ্যরেখা গ) নিরক্ষরেখা ঘ) কোনোটিই নয় ৩৮. হিমাঙ্ক বলতে কোনটিকে বোঝায়? ক) ২৫০ঈ খ) ৩৮০ঈ গ) ৪০ঈ ঘ) ০০ঈ ৩৯. দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে না পারাতে কী ঘটে? ক) মেরুকরণ খ) ভূমির মরুকরণ গ) আর্দ্রতার বৃদ্ধি ঘ) ভূমিক্ষয় ৪০. বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যা কোনটি? ক) দুর্নীতি খ) জনসংখ্যা গ) দারিদ্র ঘ) বিশ্ব উষ্ণায়ন ৪১. কীভাবে নবায়নযোগ্য সম্পদ বৃদ্ধি করা যায়? ক) উত্তর ব্যবস্থাপনার মাধ্যমে খ) সংরক্ষণের মাধ্যমে গ) কর্তব্যপরায়ণ হয়ে ঘ) জীবনাচরণের মাধ্যমে ৪২. বাণিজ্যের প্রয়োজন দেখা দেয় কখন? ক) পণ্য উৎপাদনের জন্য খ) পণ্য বাজারজাতকরণের জন্য গ) পণ্য বন্টনের জন্য ঘ) আমদানি-রপ্তানির জন্য ৪৩. মৃত্যুহার সব থেকে বেশি কোন দেশগুলোতে? ক) উন্নয়নশীল খ) অনুন্নত গ) উন্নত ঘ) সব জায়গায় সমান ৪৪. বায়ু উত্তর গোলার্ধের ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধের বামদিকে বেঁকে যায়। এটি কোন সূত্র? ক) ফেরেলের সূত্র খ) বায়বেলটের সূত্র গ) গতির সূত্র ঘ) নিউটনের সূত্র ৪৫. সূর্যকিরণ সম্পদ নয় কেন? ক) বিনিময় মূল্য নেই খ) যোগান সীমিত গ) উপযোগ আছে ঘ) চাহিদা সীমাবদ্ধ ৪৬. চা চাষের উপযোগী মাটি- র. উর্বর লৌহ মৃত্তিকায় রর. পলিমাটিতে ররর. জৈব পদার্থ দোআঁশ মাটিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে কী বলে? ক) জলবসতি খ) শীতল বসতি গ) পানীয় বসতি ঘ) আদ্র বসতি ৪৮. প্লাবনসমভূমি হতে বরেন্দ্রভূমির উচ্চতা কত মিটার? ক) ৬.১২ খ) ২১ গ) ৩০ ঘ) ৩৪ নিচের উদ্দীপকটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও: সায়মা ঈদের আগে রাতে টিভি দেখছিল। হঠাৎ সে বুঝতে পারে বাড়িঘরসহ সবকিছু কাঁপছে। সে দৌড়ে বাড়ির নিচে নেমে যায়। পরে সে জানতে পারে উক্ত ঘটনাটির ফলে ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন সৃষ্টি হয়।
×