ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. নগদ প্রদান জাবেদায় পাওনাদারকে কী করা হয়? ক) ডেবিট খ) ক্রেডিট গ) ডেবিট ও ক্রেডিট ঘ) আনা হয় না ২১. সম্পদ বৃদ্ধি ও হ্রাস পেলে যথাক্রমে কী ঘটবে? ক) ক্রেডিট ও ডেবিট খ) ডেবিট ও ডেবিট গ) ক্রেডিট ও ক্রেডিট ঘ) ডেবিট ও ক্রেডিট ২২. জনাব আকরাম ২০,০০০ টাকা মূলধন বাবদ আনল। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে- র. নগদ রর. মালিকানা স্বত্ব ররর. দায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৩. পারিবারিক বাজেট প্রণয়ন করার ফলে আয়ের অতিরিক্ত ব্যয় করার সুযোগ থাকে না কেন? ক) পরিবারের সদস্যদের খরচ করতে দেওয়া হয় না খ) পরিবারের আয় বৃদ্ধি করা হয় গ) পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা যায় ঘ) পরিবারের সদস্যদের চাহিদা কমানো হয় ২৪. একই শ্রেণিভুক্ত হিসাব কোনটি? র. বেতন হিসাব রর. বিক্রয় হিসাব ররর. বিজ্ঞাপন হিসাব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৫. নগদান বহির আওতার বাইরে - র. ধারে বিক্রয় রর. মোছলেমের নিকট চেকে বিক্রয় ররর. আলম ট্রেডিং থেকে পণ্য ক্রয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব? ক) আয় খ) ব্যয় গ) সম্পদ ঘ) দায় ২৭. মুখ্য ব্যয় কীভাবে গঠিত হয়? ক) কাঁচামাল + শ্রম + খরচ খ) প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ কাঁচামাল + শ্রমিকের মজুরি গ) প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ ঘ) প্রত্যক্ষ খরচ + প্রত্যক্ষ মজুরি ২৮. দু’তরফা দাখিলায় সুবিধা গ্রহণকারীকে কী বলে? ক) ডানপক্ষ খ) বামপক্ষ গ) দেনাদার ঘ) পাওনাদার ২৯. কোন হিসাব অনুযায়ী খতিয়ানে ব্যালেন্স সি/ডি ও বি/ডি ব্যবহার হয় না? ক) টি ছক অনুযায়ী খ) চলমান জের ছক অনুযায়ী গ) উভয় ছক অনুযায়ী ঘ) কোনোটিই নয় ৩০. প্রতিষ্ঠানের হিসাব কেমন হওয়া উচিত? ক) পরিষ্কার পরিচ্ছন্ন খ) নির্ভূল গ) স্বচ্ছ ঘ) নির্ভুল ও স্বচ্ছ ৩১. মিতা এন্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বছর শেষে রেওয়ামিল তৈরির সময় দেখলেন যে বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে। ‘বিনিয়োগের অনাদায়ী সুদ’ রেওয়ামিলে বসবে - ক) ডেবিট দিকে ৫,০০০ টাকা খ) ক্রেডিট দিকে ৫,০০০ টাকা গ) ডেবিট দিকে ৫৫,০০০ টাকা ঘ) ক্রেডিট দিকে ৫৫,০০০ টাকা ৩২. রহিমকে ২,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ক্রেডিট হবে- র. রহিম হিসাব রর. নগদান হিসাব ররর. ব্যাংক হিসাব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৩৩. সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলা হয়? ক) মূলধন খ) মালিকানা স্বত্ব গ) পাওনাদার ঘ) মুনাফা ৩৪. লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়? ক) একটি পক্ষ বা হিসাব খ) দু’বার হিসাব লিখন গ) দুটি পক্ষ বা হিসাব ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি ৩৫. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে- ক) ফলাফল নির্ণয় খ) লেনদেনের সুষ্ঠ লিপিবদ্ধকরণ গ) আর্থিক অবস্থা নিরূপণ ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন ৩৬. প্রত্যক্ষ শ্রম হলো - র. দ্রব্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত শ্রম রর. কাঁচামাল থেকে সম্পূর্ণ পণ্য তৈরিতে নিয়োজিত শ্রম ররর. যে শ্রম ব্যতীত উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া আরম্ভ অসম্ভব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. যাবতীয় হিসাবসমূহের দায় উদ্বৃত্ত রেওয়ামিলের - ক) ক্রেডিট কলামে লেখা হয় খ) ডেবিট কলাম ও ক্রেডিট কলামে লেখা হয় গ) ডেবিট কলামে লেখা হয় ঘ) আংশিক ডেবিট ও আংশিক ক্রেডিট কলামে লেখা হয়
×