ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দর স্কুল মাঠে ভাষা শহীদ দিবস পালন

প্রকাশিত: ০৬:১২, ২২ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রাম বন্দর স্কুল মাঠে ভাষা শহীদ দিবস পালন

শনিবার চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সুন্দর হস্তাক্ষর ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (ট্যাজ), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন, মোঃ সিদ্দিক, সদস্য (অর্থ), কমোডর জুলফিকার আজিজ, (ই), পিএসসি, বিএন, সদস্য (প্রকৌশল), কমোডর এম শাহজাহান (এন), পিএসসি, বিএন, সদস্য (হারবার ও মেরিন)। এছাড়াও বন্দরের সকল বিভাগীয়/উপ-বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চট্টগ্রাম বন্দর কমান্ডের নেতৃবৃন্দ, সিবিএ’র নেতৃবৃন্দ, বন্দর স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, অবসরপ্রাপ্ত বন্দর কর্মকর্তাবৃন্দ এবং চবকের স্কুল ও কলেজের সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, চেয়ারম্যান/চবক চট্টগ্রাম বন্দরের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বন্দর মহিলা সংঘের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মিসেস নাজমুন নিজাম। পরিশেষে চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সুন্দর হস্তাক্ষর ও রচনা প্রতিযোতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। Ñবিজ্ঞপ্তি নর্থ সাউথ ইউনিভার্সিটি ॥ একুশে ফেব্রুয়ারি শুধু তৎকালীন রাজনীতির গতি প্রবাহই নয়, বিশ্বের ইতিহাস ও ভূগোলের ওপরও সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। একুশে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার অধিকারই প্রতিষ্ঠা করেনি পৃথিবীর বড়-ছোট সকল জাতিকে স্বাধীন চিন্তা চেতনা ও স্বকীয়তায় পৃথিবীর বুকেটিকে থাকবার মন্ত্রও প্রতিষ্ঠা করেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ উত্তর আলোচনা অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আমিন সরকার। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজির আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে প্রাক্তন চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, শাহজাহান এবং ট্রাস্টি সদস্য ইয়াসমিন কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় কোষাধক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, ছ্ত্রাবিষয়ক পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও অনুষ্ঠান সমন্বয়ক দিলারা আফরোজ খান উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি বিএইচবিএফসি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সদর দফতর প্রাঙ্গণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ নূরুল আলম তালুকদার প্রধান অতিথি ছিলেন। এ সময় কর্পোরেশনের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য প্রতিষ্ঠানের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি বিজেএমসি ॥ বিজেএমসি কেন্দ্রীয় কর্মচারী সংসদের (সিবিএ) উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিজেএমসি প্রধান কার্যালয়ের সিবিএর কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিবিএর সভাপতি জায়েদ আহমদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন সিবিএর সাধারণ সম্পাদক শওকত আলী, সহসভাপতি গোলাম মাওলা, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ও অন্য নেতৃবৃন্দ। Ñবিজ্ঞপ্তি
×