ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিফিনের পয়সায় শহীদ মিনার

প্রকাশিত: ০৬:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৫

টিফিনের পয়সায় শহীদ মিনার

স্টাফ রিপোর্টর, মুন্সীগঞ্জ ॥ স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী গোয়ালপাড়া এলাকায় নিজ বাড়ির উঠানে শহীদ মিনার নির্মাণ করেছে শিশু শিক্ষার্থী সৌরভ সরকার ও শর্মী সরকার। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে ককসিট ও কাগজ আর গাঁদা ফুলে ফুলে লিখেছে “একুশে ফেব্রুয়ারি”। জেএসসি শিক্ষার্থী শচীন-দ্রুবের এ ক্ষুদ্র প্রয়াসে ৫০ টাকা করে চাঁদা দিয়ে এক প্রাণে মিলেছে স্কুলের কয়েক সহপাঠীও। একুশের সারাবেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর আর আড্ডায় মেতে থাকে সহপাঠী প্রান্ত সরকার, জিতু দাস, মোহন সাহা, পার্থ সাহা শান্ত দাস,ঝুমুর দাস পূজা দাসসহ আরও অনেকে।
×