ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুধাবিতে অগ্নিকান্ডে মৃত্যু ॥ ফটিকছড়ির দুই পরিবার নির্বাক

প্রকাশিত: ০৬:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৫

আবুধাবিতে অগ্নিকান্ডে মৃত্যু ॥ ফটিকছড়ির দুই পরিবার নির্বাক

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২১ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর মোছাফ্ফা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১০ বাংলাদেশী রয়েছেন। এরমধ্যে ফটিকছড়ির দুইজন প্রবাসী রয়েছেন। ফটিকছড়ির যে দুইজন রয়েছেন তারা হলেন- আব্দুস শুক্কুর (৪৫) ও সেলিম উদ্দিন (৩৬)। এ অগ্নিকা-ের খবর জানতে পেরে প্রবাসীদের আত্মীয়স্বজন মুষড়ে পড়েন। পরবর্তীতে আবুধাবীতে অবস্থানরত আত্মীয়স্বজনদের প্রেরিত তথ্যে বিস্তারিত জানা যায়। জানা গেছে, মর্মান্তিক এ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণহানির ঘটনায় নিতহদের স্বজনরা নির্বাক হয়ে পড়েছেন। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল আলমের ঘোণার আব্দুস শুক্কুর বুধবার শেষবারের মতো তাঁর স্ত্রী পপি আক্তারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার এক দিন পর পপি আক্তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে একমাত্র শিশুপুত্র ওয়াছিকে (৭) নিয়ে আহজারি করছেন। অন্যদিকে, বাবুনগরের সেলিম উদ্দিনের স্ত্রীর তাঁদের বড় ছেলে শাহাদাত (১২) এবং আরমানকে (১০) নিয়ে বুকফাটা আর্তনাদে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠছে।
×