ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাট্যকার পরিতোষ বাড়ৈর ‘মায়ের চিঠি’

প্রকাশিত: ০৫:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৫

নাট্যকার পরিতোষ বাড়ৈর ‘মায়ের চিঠি’

সংস্কৃতি ডেস্ক ॥ এবারের একুশে বইমেলার শুরুতেই বাজারে এসেছে দেশের অন্যতম নাট্যকার পরিতোষ বাড়ৈর নতুন উপন্যাস ‘মায়ের চিঠি’। একজন মায়ের অশ্রসিক্ত বেদনার গল্প স্থান পেয়েছে উপন্যাসটিতে। অনন্যা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত এই উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন নাসিম আহমেদ। বই মেলার শুরু থেকেই উপন্যাসটি ক্রেতা দর্শকদের কাছে ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন লেখক পরিতোষ বাড়ৈ। প্রসঙ্গত, পেশায় ইঞ্জিনিয়ার হলেও লেখক এবং নাট্যকার হিসেবেই বেশি পরিচিতি পরিতোষ বাড়ৈ। শিল্প-সাহিত্যের সব শাখাতেই তার অবাধ বিচরণ। গল্প, উপন্যাসের পাশাপাশি প্রতিনিয়ত তিনি লিখে যাচ্ছেন নাটক, গান এবং কবিতা। প্রতিবার বইমেলাতেই তার লেখা একাধিক উপন্যাস প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় এবার মেলায়ও ‘মায়ের চিঠি’ উপন্যাসটি বেরিয়েছে।
×