ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পকলায় আজ ‘একশ’ বস্তা চাল’

প্রকাশিত: ০৫:৪০, ২২ ফেব্রুয়ারি ২০১৫

শিল্পকলায় আজ ‘একশ’ বস্তা চাল’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকার জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘একশ’ বস্তা চাল’ নাটকটি আজ রবিবার সন্ধ্যা ৬-৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে। ১৬০ বছর পূর্বের জাপানের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তখনকার সামুরাইদের ওপর ইয়োজো ইয়ামামোতো রচিত একশ’ বস্তা চাল নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন গোলাম সারোয়ার। ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা এ নাটকে অংশগ্রহণ করেছেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফয়েজ জহির, জুনায়েদ ইউসুফ, গোলাম শফিক, সেতু, গোলাম শাহারিয়ার সিক্ত, পিয়া প্রমুখ। ২০০৭ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে নাটকটির এ পর্যন্ত ৬৯টি প্রদর্শনী হয়েছে। একশ বস্তা চাল নাটকটি উচিমুরা ও কোমেহিয়াপ্পিয়ো নামে দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
×