ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দাপট

প্রকাশিত: ০৫:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০১৫

হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দাপট

শর্মী চক্রবর্তী ॥ তখন সকাল ৯টা। ঢাকা মেডিক্যালের বহির্বিভাগ। চেম্বারে ডাক্তার বসে রোগী দেখছেন। পাশে বসার টুল। সেখানে বসে আছেন রোগী। ডাক্তারের সামনে বসে আছেন আরও দু’জন। তাঁরা চিকিৎসককে পরামর্শ দিচ্ছেন কোন ওষুধ লিখে দেবেন। কোনটি ভাল, কোনটি মন্দ। চিত্রটি দেশের সবচেয়ে বড় চিকিৎসা সেবাকেন্দ্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের। চিকিৎসকদের পরামর্শদাতা এই ব্যক্তিরা বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি। চিকিৎসকদের সঙ্গে তাদের লিয়াজোঁ থাকায় যে কোন সময় ঢুকে যায় চিকিৎসকের রুমে। কোন নিয়ম মানে না তারা। পরিচালকের নিষেধাজ্ঞা সত্ত্বেও দাপটের সঙ্গে তারা তাদের ইচ্ছামতো মেডিক্যালে যাতায়াত করে। ওই হাসপাতালে নির্ধারিত দিনে তাদের ভিজিটের কথা থাকলেও সেখানে তাদের যাতায়াত অবাধ। অবাধে তারা ঘোরাঘুরি করে চিকিৎসকদের কক্ষে, বহির্বিভাগে, বার্ন ইউনিটে এবং জরুরী বিভাগে। যারা যে কোম্পানির ওষুধ নিয়ে আসে তা দেয়ার জন্য বলে দেয় ডাক্তারদের, যা পুরোটাই অবৈধ। দুই দিন বরাদ্দ করা আছে এই রিপ্রেজেনটেটিভদের হাসপাতালে প্রবেশের জন্য। মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাদের জন্য সময় বেঁধে দেয়া আছে। তারা এ নিয়মের বাইরেই কাজ করছে। প্রতিদিনই বহির্বিভাগ থেকে শুরু করে জরুরী বিভাগ এবং বার্ন ইউনিটে ডাক্তারদের চেম্বারের পাশে ঘোরাঘুরি করে সকাল থেকে দুপুর পর্যন্ত। বহির্বিভাগের গেটে এবং নার্সিং কলেজের গেটের সামনে প্রায় ৫শ’ থেকে ৭শ’ মোটরসাইকেল সারি করে দাঁড়ানো থাকে প্রতিদিন। দেখে মনে হয়, এখানে যেন মোটরসাইকেলের মেলা বসেছে। যারা চিকিৎসা নিতে আসেন তাঁদের শিকার হতে হয় হয়রানির। রিপ্রেজেনটেটিভদের মধ্যে যারা ডাক্তারের চেম্বারে ভেতরে বসে তারা ম্যানেজ করে ডাক্তারকে। আর বাইরে যারা থাকে তারা ম্যানেজ করে রোগীদের। চেম্বার থেকে রোগী বের হওয়ার পর পরই রোগীদের পেছনে ছুটতে থাকে তারা। কোন প্রেসক্রিপশনে কোন ওষুধ লেখা আছে তা দেখার জন্য তাদের হাত থেকে নিয়ে নেয় প্রেসক্রিপশন। আপা, খালা, ভাই বলে তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বলে, দেখি আপনার কী হয়েছে। দেন আমি আপনার ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছি। এই বলে প্রেসক্রিপশন হাতে নিয়ে তারা কোন চিকিৎসক কোন ওষুধ লিখেছেন তা টুকে নেন। অনেক সময় গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষদের প্রেসকিপশনে দেয়া ওষুধ পরিবর্তন করে তাদের নিজ নিজ কোম্পানির ওষুধের নাম বলে দেয়।
×