ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুধু শিশুদের জন্য...

প্রকাশিত: ০৫:২৯, ২২ ফেব্রুয়ারি ২০১৫

শুধু শিশুদের জন্য...

বিশ্বব্যাপী শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে বেশিরভাগ অভিভাবক যারপরনাই চিন্তিত। তাঁরা মনে করেন, ইন্টারনেটের সাহায্যে শিশুরা নানা অপ্রয়োজনীয় জিনিস, যেমন-খোলামেলা ছবি ও ভিডিওর প্রতি ঝুঁকে পড়ছে। এতে তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব শিশুর কথা বিবেচনায় রেখে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এবার শুধু শিশুদের ব্যবহারের জন্য একটা এ্যাপ আনছে, যাতে শিশুরা অপ্রয়োজনীয় জিনিসের দিকে ঝুঁকে পড়তে না পারে। এই এ্যাপ ব্যবহার করে শিশুরা অত্যন্ত নিরাপদে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহার করতে পারবে। শুক্রবার প্রকাশিত এক খবরে এমনটাই বলা হয়েছে। আপাতত যুক্তরাষ্ট্রের শিশুরা এই এ্যাপ ব্যবহারের সুযোগ পাবে। পরে ব্রিটিশ শিশুরা এই এ্যাপ ব্যবহার করতে পারবে। গুগলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এনএসপিসিসি নামে একটি দাতব্য শিশু অধিকার রক্ষা বিষয়ক সংস্থা। সংস্থাটির এক মুখপাত্র বলেন, অনলাইন থেকে শিশুদের নিরাপদ রাখা এখন অন্যতম হুমকি। আমি নিশ্চিত এই উদ্যোগ আগামী প্রজন্মের শিশুদের রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখবে। আমার মনে হয় প্রত্যেক অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানাবে। খবরে বলা হয়েছে, বাবা-মা এই এ্যাপের সাহায্যে শিশুদের ইন্টারনেট ব্যবহারের সময় নির্ধারণ করে দিতে পারবেন। আবার শিশুরা ঠিক কোন্ কোন্ ফাংশনে প্রবেশ করতে পারবে তাও ঠিক করে দেয়া যাবে। এই এ্যাপের সাহায্যে শিশুরা ইন্টানেটের মাত্র চারটি ফাংশনে প্রবেশ করতে পারবে। ফাংশনগুলো হলো দেখা, গান শোনা, পড়া এবং এক্সপ্লোর করা। এই এ্যাপটি নিতে বাড়তি কোন পয়সা খরচ করতে হবে না। গুগলের এ্যান্ডয়েড ডিভাইসের সাহায্যে নতুন এই এ্যাপটি ব্যবহার করা যাবে। ইউটিউবের শিশু বিষয়ক প্রধান স্ম্রিট বেন ইয়ার বলেন, প্রত্যেক বাবা-মা আমাদের তাগাদা দিচ্ছিলেন শিশুরা যেন নিরাপদে ইউটিউব ব্যবহার করতে পারে। আর সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস। -বিবিসি অবলম্বনে নাজিম মাহমুদ
×